বকেয়া থাকার জন্য বন্ধ হল বলিউড অভিনেতা অর্জুন রামপালের রেস্তোরাঁ ‘ল্যাপ’৷ গতকাল শনিবার ইন্ডিয়ান ডেভলপমেন্ট কর্পোরশেনের পক্ষ থেকে অর্জুনের নামে পাঠানো হয়েছে আইনী নোটিশ৷কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইলেকট্রিসিটি, পানি, রান্নার গ্যাস ব্যবহার করার জন্য অর্জুনকে প্রতিমাসে দিতে হত ২৫ লক্ষ টাকা৷ কিন্তু গত ২০১২-এর পর প্রতিমাসের এই ভাড়া অর্জুন বন্ধ করে দেন’৷জানা গেছে, বহুবার কর্পোরেশনের কাছ থেকে নানারকম নোটিশ পাওয়া স্বত্ত্বেও অর্জুন কোনরকমের পদক্ষেপ নেননি৷ তাই শেষমেশ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কর্পোরেশন৷ এদিকে সংবাদ মাধ্যমের কাছে এই ব্যাপারে মুখ খুলতে চাননি অর্জুন রামপাল৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।