আমাদের কথা খুঁজে নিন

   

সহযোদ্ধা

রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... ভূতের মতো বসে আছে। একজন সহযোদ্ধা। কোন ভ্রুক্ষেপ নেই যেনো। আরো যে কেউ আছে। সে দিকে কোন খেয়ালই নেই।

কোন একটা নিয়ে থাকলে সেটাই যেন সব। খুঁচো দিলাম। নড়ে চড়ে উঠল। কী হয়েছে রে? প্রশ্ন শুনে আশ্চর্য হলাম। অবাক কান্ড! কী করতে দিলাম আর তুই কী করছিস? অবশেষে কম্পিউটারের স্ক্রীন থেকে মাথা তুলে বলল- নে তোর পালা।

গোয়ার টাইপের এই ধরনের কিছু সহযোদ্ধা নিয়ে আমার বড্ড মুশকিল হয়েছে। নিজের মতো করে সব কিছু আন্দাজ করে। আন্দাজ বললাম এই জন্য যে, পরে বুঝতে পারে তার সিদ্ধান্তটি বেঠিক ছিল। শেষে বলে- আরে তোরা আমার বন্ধূ না, ঠিক করে বলবি না? অনেক সময় স্বাস্থ্যবান কিছু বন্ধু আমার এমনটা করে। আমিও যে কম না, তা কিন্তু আমি ভালো করে জানি।

ওদের সঙ্গে থাকতে থাকতে হয়তো আমিও তেমনটি হয়ে যাচ্ছি কে জানে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.