এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ কালো মানে অন্ধকার, অপরাধ, কালো শক্তি, দূর্নীতি..... আর সাদা অক্ষরে J হলো সেইসব অপরাধের বিরুদ্ধে Journalist-দের প্রতিবাদ।
অন্ধকারের মধ্যেও এক ফোঁটা আলো! সাংবাদিকতার সংজ্ঞা হতে পারে এই ছোট্ট প্রো-পিকটি। সাংবাদিকদের উপর একের পর এক নির্যাতনের প্রতিবাদে আমাদের সহযোদ্ধা হোন। ।
প্রোফাইল পিকচার: (ফেসবুক থেকে নেয়া)
শুধু চারপাশের সাদা বর্ডারটাকে সরিয়েছি।
Click This Link
কভার ফটো: (ফেসবুকের জন্যে)
এটা আমারই বানানো।
সবার ব্যবহারের জন্যে বানানোতে কোথাও কোন নাম নেই।
Click This Link
যে যেখান থেকে যেভাবে পারেন নিজের মতো করে এর প্রতিবাদ করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।