আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবী সহযোদ্ধা মলয় দে, তোমার স্মৃতি ও কর্ম প্রতি জানায় রেড স্যালুট

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

বিপ্লবী সহযোদ্ধা মলয় দে, তোমার স্মৃতি ও কর্ম প্রতি জানায় রেড স্যালুট। মধুর ক্যানটিন থেকে শুরু করে সারা বাঙলাদেশের সহযোদ্ধারা তোমার জন্য শোকাহত। তোমাকে ওরা আর মিছিলে পাবেনা, দেওয়াল লিখনে পাবেনা, স্লোগানে পাবে না, মধুর ক্যানটিনে পাবেনা, টিএসসি পাবেনা, পল্টনে পাবেনা, জগন্নাথ হলে পাবেনা, রাজপথে পাবেনা_তাই শোকাহত। মলয় ৮ ফেব্রুয়ারী রাতে ট্রাক দুর্ঘটনায় মারা যায়---- তাই ওর বন্ধুরা কাঁদছে।

৯ ফেব্রুয়ারী রাত ১.৪৫ মি. মলয়ের সহযোদ্ধারা রাজু ভাষ্কর্যে শ্রদ্ধাবনত শীরে ঢাবি ক্যাম্পাস থেকে বিদায় জানায়। তারপর জগন্নাথ হলে। যেখানে মলয় তার বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছে। সেখান থেকে বাগেরহাট। যেখানে মলয় জন্মেছিল।

সে পরম স্নেহের মা-মাটির বুকে মিশে যেতে। ওর সহযোদ্ধারা মলয়কে স্নেহের মা-মাটির বুকে রেখে ফিরে আসবে সেই চিরচেনা মধুর ঢাবি ক্যাম্পাসে। যেখানে মলয় স্বপ্ন বুনেছিল_ও সহযোদ্ধাদের সাথে। সবাই থাকবে শুধু মলয়----------- তোমাকে মলয়, বা মলয় দা বলে আর ডাকতে পারবে না_তাই ওরা শোকাহত! মরণঘাতী বাস-ট্রাক দুর্ঘটনায় আর কত মায়ের বুক খালি হবে? সহযোদ্ধারা আর কত সহযোদ্ধাকে হারাবে? এর প্রতিকার কি কোনোদিনও হবে না? আমরা কি কিছু করতে পারি না? বিপ্লবী সহযোদ্ধা মলয় দে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।