আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে ইবুক রিডার

আমি একটা ইবুক রিডার এর খোঁজ করছি। ব্রান্ড এর মধ্যে কিন্ডল,ন্যুক,সনি আর কোবো ভালই। দামও ১৩০-১৫০ ডলার এর মধ্যে। আমি অক্টোবর মাসে একটা পাব হয়ত,আমেরিকা থেকে এক দাদার নিয়ে আসার কথা। কিন্তু তার আগে দেশী মার্কেটের খোঁজথবর জানতে চাই।

আমি খুব কম দামের ভেতরে চায়না ইবুক রিডার চাইছি,২-৩ হাজারের ভিতরে। এরকম টাকায় ঢাকায় কি কোনও চায়না ইবুক রিডার পাওয়া যাবে? কেউ জানালে কৃতজ্ঞ থাকবো। আর কিছু খবর জানিয়ে দিই, অনেকের প্রিয় বাংলা বই ডাউনলোড সাইট বইআরবই এখন প্রাইমারী ডোমেইন ও পেইড হোস্টিং এ চলে গেছে। এখন নতুন ঠিকানা হচ্ছে বইআরবই ডট নেট। তবে এখানে রেজিঃ না করে ঢোকা যাবে না।

অবশ্যই রেজিঃ করে নেবেন। নতুন হেনরী রাইডার হ্যাগার্ড,অনীশ দাশ অপু ও মাসুদ রানার নতুন বই দেওয়া হয়েছে,যারা এগুলোর পাগল তারা ঘুরে আসতে পারেন। http://www.boiRboi.net ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.