আমাদের কথা খুঁজে নিন

   

অল্প সল্প ভাল লাগার গল্প (real story with imagination) পর্ব - ২

নিশি রাত বাকা চাঁদ আকাশে__ চাঁদ বাঁকা না সোজা তা দেখার অবকাশ তখনি মিলে যখন কোন ছায়া কারো মন ছুয়ে যায়। নয়ত চাঁদ আর রাত ২ টাই শুধু ঘুম পাড়ানর জন্য। মেয়েটা যে খুব সুন্দর ছিল তা নয়, তবে তার চপলতা দ্বীপের মন ছুয়ে ছুয়ে যায়। ফাইনাল ইয়ারে উঠে এই ধরনের চিন্তা করা বোকামি ছারা আর কিছুই না। অনেক যুদ্ধ করেও পারে নি দ্বীপ তারে ভুলতে।

অবশেষে অনেক সংকোচ আর দ্বিধাকে পিছনে রেখে মেঘলাকে বলেই ফেলে মনের কথা। কিছুটা সময় নিলেও মেঘলা তাকে আশাহত করে নি। অত: পর চলতে থাকে তাদের সুখের দিনগুল__ একটা প্রাইভেট কম্পানিতে অনেক উচুপদের নিজের অবস্থা করে নেয় দ্বীপ মাত্র ৩০/৩১বছর বয়সে। যে দিন অফিস থেকে প্রথম তাকে প্রাইভেট কার দেয়া হয়, সে সেদিন সন্ধ্যাতেই গাড়িটা নিয়ে চলে আসে মেঘলার ভার্সিটিতে, কেননা ক্লাস নিতে নিতে মেঘলার সন্ধ্য হয়ে যেত। সুখ তুমি কোন কাননের ফুল! মানুষিক ভাবে দ্বীপ disturbed হয়ে পরে যখন তার প্রেয়সী বাবা মায়েরীী বাধ্য সন্তানের মত তার থেকে well established ছেলে কে বিয়ে করে চলে যায়।

কয়েক বার সুইসাইড ও করার চেষ্টা করে। তার বাবা মা অনেক চিকিৎসা করানোর পর যখন তার অবস্থা কিছুটা ভাল দেখে তাকে কাজে যাবার অনুমতি দেয়। ভাবে কাজে ডুবে থাকলে হয়ত ছেলেটা আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সবাই কি সব কিছু পারে? এক দিন শুনা যায় রোড এক্সিডেন্টে দ্বীপ মারা যায়। তার চেহারাটা এতই বিভৎস হয় যে শেষ দেখা টুকু দেখাতে পায় নি তার বাবা মা____ (মাঝে মাঝে আমার মনে হয় ভালরাই কেন শুধু কষ্ট পাবে!!) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।