আমাদের কথা খুঁজে নিন

   

অফিসে সবচেয়ে ছোট বলে অফিসের আপুরা যে নামে ডাকে (লুলিয় পোস্ট তাই গুরুজন, আপুরা ও সুশিলরা দূরে থাকুন)

ব্যক্তিগত প্যাচাল পছন্দ না হলে বের হয়ে যান আমার ব্লগ থেকে। :) কাকে রেখে কাকে দিয়ে শুরু করব সেটাই বুঝতেছি না প্রথমেই আপুদের উপর চরম অভিযোগ,অফিসের সবাই আমাকে আপনি করে ডাকে। বলতে গেলে সবাই সবাইকে। কিন্তু অবাক করা বিষয় প্রত্যেকটা আপু ই আমাকে তুমি করে বলে। হয়ত আমাকে তারা বেশি আপন,বেশি কাছের ভাবে।

এক বছরের সিনিয়র আমাদের ক্যম্পাসের এক আপু আছে যে আমি জইন করার পরেই বলে,যাক অফিসে একজন পাওয়া গেল যার সাথে প্রান খুলে কথা বলা যাবে। আপু সুন্দরী। হয়ত সবাই প্রেমের ইঙ্গিত করে তাই আমাকে ছোট ভেবে এমন কথা বলছে। কিন্তু আপুরে বলতে পারি নাই,এই জুগে বয়স কোন বেপার না। আপুরে যে আমার ও ভালো লাগে।

যা কিউত। একদিন আপুর রুমে গেছি একটা ডিজাইন আনতে। দেখি তিনজন মাইয়া বসে। একজন আবার দুই পা ই চেয়ারের উপর এমনভাবে রাখে বসে আছে। টু হট।

আমি রুমে ঢোকার পড় ও সেভাবেই থাকল। ডিজাইন নিয়ে চলে আসব,অই মাইয়া কয় যে, ছোট ভাইয়া সাথে পরিচয় হল না। আমার মতো মানুষকে সাড়ে তিন ফুত সাইজের মাইয়ার মনে হয় ছোট ভাইয়া। হয়ত আপন ভেবে দাকছে। পরের দিন আরেক রুমের এক আপু আমাকে ডাকে,নতুন ভাইয়া।

লে মোর জ্বালা। আর কত রকমের ভাইয়া হব। যদিয়ও শুনতে খারাপ লাগে না। যে আপুটা পা তুলে বসে ছিল সে একদিন আমাকে বলে,এই যে নতুন আসা ভাইয়া। ও মোর আল্লাহ আর কত কি শুনাইবা।

বাপ মা কত জত্ন করে নাম রাখল টা এরা কেউ ডাকে না। আপুদের সুরেলা কন্থে নানা দাক শুনে যে কত ভালো লাগে হেইদা না হয় নাই বললাম। সবচেয়ে বড় ঘটনা ঘটল আজ। বস আমারে দাকছে ভালো কথা। আপু আমারে কয়,এই পিচ্চি ভাইয়া,বস ডাকে।

মাথা গরম হবে না ত কি হবে। ২২+ বয়স। পাঁচ ফিট নয় ইঞ্চি মানুষ আমি। ওজন ৭৬ কেজি। আর আমারে কয় পিচ্চি ভাইয়া।

তারপর ও আপু ডাকছে বলে কথা। শুনতে ভালই লাগে। হাহাহাহাহা। (চরম শইতানি হাসির ইমো) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।