নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। অনেক রাত হল জেগে আছি। ঘুম আসছেনা। এখন ঘুমানোর চেষ্টা করবো কারণ সকালে আবার অফিসে যেতে হবে। জীবনটা কেমন যেন রোবটিক হয়েগেছে।
মনে হয় আমি একটা রোবট। কিছু নির্দেশনা দেয়া আছে। আমি কেবল সেই নির্দেশ মেনে চলি।
রাতে ঘুমানো। সকালে ঘুম হতে উঠে ফ্রেস হয় রেডি হওয়া, তারপর অফিসে যাওয়া।
দুপুর পর্যন্ত কাজ করা। ১টা হতে ২টার মধ্যে খাবারের পাট চুকানো। তারপর আবার ৫টা পর্যন্ত অফিস করা। অফিস হতে বাসায় এসে নিজের রুমে চুপকরে বসে থাকে। রাতের জন্য রান্না করা এবং খাওয়া।
তারপর আবার ঘুম।
এই রোবটিক জীবন আর ভাললাগে না। আমরা কেউ জানি না যে আমরা সবাই রোবটের মত জীবন-যাপন করছি। কিন্তু আসলেই আমরা রোবটের মত হয় যাচ্ছি। গতবাধা কিছু কাজের বাইরে সাধারনত আমরা আর কিছু চিন্তা করতে পারি না।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।