আমাদের কথা খুঁজে নিন

   

আত্মায় অধঃপাতের এক্সেলারেশন

কেন্দ্রে বিলীন হলে বৃত্ত তমসায় হারাবে প্রবৃত্তি , আকৃতিতেই প্রাপ্তি পূর্ণতা অবয়বের আর মৃত্তিকা মন্থনে সাকার শরীর । আত্মার স্বতঃস্ফূর্ত যে বিকিরণ তা বর্ণে ও বৈভবে বিভিন্ন , সকল সাধারন আর জাগতিক জৌলুস হতে । যদিও আপেক্ষিক অভিমতে সৃষ্টির কক্ষপথ অনন্তর আবর্তিত হয় ভাঙ্গনের অধিবৃত্ত ঘিরে , বঞ্চিত-বিশুস্ক স্তনবৃন্তে ক্ষুধিত তৃষ্ণা যেমন বারংবার ফিরে আসে অবধারিত তাড়নে ...... আণবিক মোমেনটাম অনন্ত আয়ুস্কাল পেলে কতটা বদলায় , ধর্মাধর্ম কিংবা কীর্তিকর্ম ? কতটা বদলায় , ভোরট্যাক্স ছুঁয়ে ফিরে আসা এমন ইন্দ্রিয়-কেন্দ্রমুখী ত্বরন আর তার তাড়ন ? আত্মার এইসব ত্বরন ও মন্দনে , মানুষের মৌলিকতা আমরন আটকে থাকে পাশবিকতার পঙ্কিলতায় , মোক্ষের মায়ায় হায় ! সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।