আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত আত্মায় শেষের চিৎকার

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
আঁখি পল্লব ছলছল টলমল তোমারি বিরহ ছলে ঠাঁই এইবার দাওগো দেবী তোমারি ছায়া তলে। ফিরায়ে আর দিয়োনা মোরে প্রাণের আরতি তোমারি তরে সইতে আর পারিনা আমি যাওয়ার পালা মরণের চরে.. আর কত রাখিবে দূরে তীব্র ক্ষরণ হৃদয় জুড়ে আর কতকাল এমনি বল রইব আমি অচিন পুরে স্বপ্নীল আলোর ধাঁধায় চড়ে যাব আমি ঐ সুদূরে যেখানে কেউ ডাকবেনাগো আর কখনো মায়ার সুরে নিজের দুঃখ কাঁধে নিয়ে ডুব দিয়ে ঐ শেষের জলে শেষের জলে শেষটি হয়ে ভুলব ব্যথা শেষের ছলে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।