রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে। প্রধান বাঁধ এখন পাকা সড়ক রাস্তায় ধান শুকান। ধান মাড়ান, খড় শুকান সহ অনেক কিছুই এখানে করতে হয়। মানুষ করতে বাধ্য। একটা গ্রাম, একটা ছবি, অব্যক্ত ভাললাগা.... এই সরু রাস্তায় বাস, ভটভটি, ফোর স্টোক সবই চলে এক মা আর তার ছেলে........ খাল নাই তবুও ব্রিজ বানান হচ্ছে... ১ নং গ্রোয়েন ঘাট: উত্তাল ঢেউ, যদিও এক মাস আগে তোলা। বর্ষার ডেউয়ের কাছে এটা কিছুই না গ্রোয়েন বাঁধের পাশে বাঁধান ঘাট ২ নং ঘাটে যাবার রাস্তা........ জীবন যেমন কাটে তাদের....... তৈরী করে রাখা ব্লক... এক সৌখিন মাছ ধরনে ওয়ালা........ ধুধু চর, তারপর নদী, তারপর গ্রাম, তারপর আবার নদী...... চরের বুকে বাচ্চাদের ফুটবল খেলা....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।