বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, দূষিত হলেও সেটা এখনো বিনামূল্যে পাওয়া যায়। আরো প্রয়োজন অন্ন, বস্ত্র ও বাসস্থান। এগুলো সবই টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু মুশকিল হলো যে, কাজের বিনিময়ে পর্যাপ্ত টাকা পাওয়া যায় না। বেশীরভাগ ক্ষেত্রে কাজই পাওয়া যায় না।
শিক্ষা, চিকিৎসা এখন খুবই ব্যয়বহুল। বিশ্রাম-বিনোদনের ব্যবস্থা কম। টেলিভিশন, যাতায়াতের জন্য গাড়ী, যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যান্ডউইথ- এসব বিলাসদ্রব্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমাদের হাতের নাগালেই আছে এমন এক জায়গা, যেখানে অনেকগুলো মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করে। সেটা হলো জেলখানা।
প্রতিটা শহরে কয়েকটা স্থাপনা অবশ্যই থাকবে। তা হলো কোর্ট-কাচারি, উঁচু লাল দেয়াল ঘেরা জেলখানা, ডিসি-এসপি-সিভিল সার্জনের প্রাসাদ, ভাঙ্গাচোরা থানা। জেলখানায় আপনি পাচ্ছেন অন্ন, বস্ত্র ও বসবাসের নিশ্চয়তা। হয়তো তা মানসম্পন্ন নয়, কিন্তু বেঁচে থাকার জন্য যথেষ্ট। এমনকি সপ্তাহে একবার টিভি দেখার সুযোগ পাবেন, মাসে একবার পোলাও খেতেও দেয়া হবে।
স্বাস্থ্যরক্ষার জন্য কিছু এক্সারসাইজ বা ফিল্ডওয়ার্ক করবেন। মৃত্যু ঠেকাতে চিকিৎসা দেয়া হবে। শিক্ষা চাইলে লাইব্রেরী আছে। এখন বলতে পারেন, চলাফেরার স্বাধীনতা নাই। সেটা বেশি দরকার না আগে বেঁচে থাকা দরকার? ভাবুন দেখি মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য আপনাকে সর্বক্ষণ কাজ খুঁজতে হচ্ছে না, আয়ের চেয়ে ব্যয় বেশী হলে প্রেশার বাড়তে থাকবে না, হাসপাতালে ৩ দিনে ১ লাখ টাকা বিল দিতে হবে না, মামালা-উকিল-থানা-কোর্টের চক্করে পড়ে সর্বস্বান্ত হতে হবে না, ফ্লাট আর গাড়ি কেনার জন্য বাধ্য হয়ে দূর্নীতি করতে হবে না।
এখন জেলের বাইরে আছেন না ভেবে ভাবুন বড় একটা জেলে আছেন, যেখানে কষ্টকর আকস্মিক মৃত্যু ছাড়া সুস্থ জীবনের নিশ্চয়তা নেই। তার চাইতে ছোট জেলে বেঁচে থাকাই শ্রেয় নয়কি? এবার নিশ্চয় ভাবছেন, জেলে যাওয়ার উপায় কী? ছোটখাট অপরাধ করুন, আরকিছু না পারেন সন্দেহজনক ঘোরাফেরা করুন, আপনাদের সেবায় সরকারের ৫৪ ধারা আছে। তবে বড় ধরণের অপরাধ বা সংঘবদ্ধ অপরাধ করতে যাবেন না, তাহলে জেলে যাওয়ার আশা তো নাই, উলটা পুলিশ-প্রশাসন আপনাকে ভয় পেয়ে সেলাম ঠুকবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।