নিহত হবার পূর্বেই হত্যাকারীকে চিনে নিতে চাই সম্ভব হলে; উপরন্তু পকেট অনর্থ না হলে হত্যাকান্ডের আগে তার সাথে এককাপ চা খেয়ে নিতে চাই ইত্যবসরে আমি চাই মোর নাজুক অঙ্গসংস্থান মোক্ষম আঘাতের জন্য সে যেন করে নিতে পারে যাচাই আর চায়ের সাথে সাথে চিনি ও দুধের মতন অন্তর্লীনভাবে খানিকটা মুত্যুভয়ও চালনা করে দিতে চাই কারণ, খুনের পর খুনিরও মৃত্যু হয় খানিকটা নিহতের সাথে সাথে... অতপর ঘটনার দিকে যতদ্রুত সম্ভব আমরা এগিয়ে যাব .......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।