জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। . . . আলস্য-চাপল্য-রঙ্গরস করোহ বর্জন; ভক্তি-প্রেম-জ্ঞান-সারল্য করোহ অর্জন। চিত্ত-প্রসন্নতা,সৎ-স্বভাব,স্বাস্থ্য মানুষের কামনার; পরনিন্দা,কৃতঘ্নতা,কাম-ক্রোধ-হিংসা বড়োই ঘৃণার। বড়োই সন্দেহের তোষামোদ, অযাচিত বন্ধুত্ব, কপটতা; আর আনন্দময় হলো পরোপকার,সৌন্দর্য,স্বাধীনতা। জেনো চঞ্চলতর এ পার্থিব জীবন, যৌবন ও ধন; রোগ-শোক-মৃত্যু অবশ্যম্ভাবী জানিও সর্বজন। জীবে দয়া,গুরু-ভক্তি,ঈশ্বর-প্রীতি বড়োই গৌরবের; মিষ্টবাক্য, ক্ষমা, সদ্ব্যবহার পরিচিতি মনুষত্বের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।