আমাদের কথা খুঁজে নিন

   

রাজা ও রাখাল

শূলে চড়ানো বিপ্লবী, কূলে কূলে বাঁধ দিয়ে আটকে রাখা নদী— কে কবে বেঁচে ছিলো রাজার ইচ্ছাধীন? নদী কি উছলে ওঠে নি বারবার বারেবারে রাজা কি হয় নি ক্ষান্ত প্রজার বিদ্রোহে? তবুও কে আজ ক্রুর হেসে উঁচিয়ে রেখেছো দারুণ খড়গ এমন— তুমি কি ভুলেছো নাকি রূপকথা সব? যে বনে বাঘ-সিংহ আছে আছে জাদুর অমোঘ মায়া সে বনেই গাজী-কালু থাকে থাকে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী পাখি। রাজা ও রাখালের লড়াইয়ে কোনোদিন জেতে নি সাঁজোয়া বহর; পৃথিবীতে কোনোদিন শেষ দানে হারে না জনতার নাম নিয়ে জুয়ার আসরে ধরা তাস। অতএব, হে তুমি— কেন আজ অহেতুক সারে সারে সাজিয়ে রেখেছো হাতি ও তীরন্দাজ? ১০.০৩.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.