আমাদের কথা খুঁজে নিন

   

হীরক রাজা-২ জনগণ শেষ, আহা আহা আমার দেশ, চলছে তো বেশ: হীরক রাজা

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক হীরক রাজা তার মন্ত্রীসভা ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক করছেন। আসুন তাদের মধ্যকার কথা শুনি। সভার শুরুতে হীরক রাজা: পিতা তুমি বলেছো পেয়েছিলে চোরের খনি। ঠিক তাই পিতা ঠিক তাই, তোমার একথা আমি জানি ও মানি। ওপার থেকে বাবা, দেখ দেখ এদিকে।

তোমার রেখে যাওয়া চোর, আমি বানিয়েছি ডাকাত, দেখ দেখ আমার কত জোর। যা হোক অর্থ মন্ত্রী বলুন টাকাশালের কি খবর? অর্থমন্ত্রী: মহারাজ আপনার কথায় করতে পেরেছি শূণ্য, এ নগন্য। অংশীদারিত্ব ছিল যাদের দিয়েছি, দিয়েছি মহারাজ তাদের কবর। আর বিদেশী কড়ি, নাই নাই মহারাজ, তৈল কিনতে চলে গেছে ভুরি ভুরি। মহারাজ আপনি ঘুমান নো টেনশন, আছি আমি, দেখবো কড়ি কোথায় পায় জনগণ! হীরক রাজা: সাবাস সাবাস।

অর্থমন্ত্রী তোমার মাথায় আছে মাল, আমার বন সব উজাড় করে জনগণকে দিয়েছো বাশ। যা হোক নয়া বণিক মন্ত্রী? বলুন আপনার কি অবস্থা? বণিক মন্ত্রী: মহারাজ ধন্য ধন্য। পূর্বকার বণিক মন্ত্রীর উত্তরসুরি করেছেন আমাই গন্য। মহারাজ, পঙ্খিরাজ মন্ত্রণালয় ছেড়ে আছি বেশ, নেই ঝামেলা জনগণ না খেয়ে আছে খাদ্য মূল্যে শীর্ষে আমার দেশ। আমার পূর্বারসুরি বলেছিলেন, কম খাও, বাজারেতে কম যাও।

তাহলেই হবে সব সমাধান, এটি হীরক রাজের আদেশ, আইন তার সংবিধান। হীরক রাজা: তা বলেছো বেশ, এই না হলে আমার মন্ত্রী। যতদিন ছিল সে ওখানে আহা আহা ছিল না চিন্তা, ছিল মনে শান্তি। বণিক মন্ত্রী: জ্বী মহারাজ। জনগণ তার কাছ থেকে নিয়েছে শিক্ষা, কিভাবে হয়না খরচ কড়ির, করতে হয় ভিক্ষা।

হীরক রাজা: কই কই আমার সোনার সাবেক বণিক মন্ত্রী দেখি দেখি তোমার বদনখানি। কমেছে ঐমুখের জৌলস একটুখানি। কি অবস্থা তোমার বলো শুনি। পঙ্খীরাজ-ভ্রমণ মন্ত্রী: মহারাজ খাটুনি একটু বেশি, তবে পেরেছি আকাশের পঙ্খীরাজটি মাটিতে নামাতে তাইতো এখন এমুখে হাসি। আরো আছে মহারাজ রাষ্ট্রিয় পাঁচ তারা অতিথিশালা, মারতে বসেছি তাতে তালা।

শীর্ঘই সে তালার চাবি, পাবে কেউ খুজে, দেখবে শুধু ছবি। হীরক রাজা: তা বেশ তা বেশ। এই না হলে আমার মন্ত্রীপরিষদ। মরবে জনগণ, ডুবতে বসেছে দেশ। স্বদেশ মন্ত্রী তোমার মুখের রং, শরীরের গড়ন আহা কি ঢং।

বলো শুনি কি করেছো তুমি? স্বদেশমন্ত্রী: মহারাজ পাইক-পিয়াদা সবই নিয়ন্ত্রণে। কখন কাকে ধরতে হবে, মারতে হবে, শুধু মন্ত্র পড়ে ফু দেব তাদের কানে। আর খুন, ধর্ষণ, চুরি-ডাকাতি এসব এখন জনগণের নিত্য দিনের সাথী। তারপরও যদি কেউ বলে বিরোধী কোন কথা, যন্তরমন্তর ঘরে যাবে সে, শেখানো মন্ত্র বলবে, মনে থাকবেনা তার ব্যথা। হীরক রাজা: শুনলাম বিরোধী শক্তি নামবে নাকি মাঠে, রাস্তা ঘাটে।

কি করেছো তাদের ব্যবস্থা। রাখতে পারি কি তোমার উপর আস্থা। স্বদেশমন্ত্রী: মহারাজ চিন্তা করবেন না। আমি আপনার নগন্য মন্ত্রী, আপনার আদেশ উপদেশ শিরধার্য, দিব আপনাই শান্তি। সব কিছু প্রস্তুত, রাস্তায় নামার আগেই মার খাচ্ছে অদ্ভুত।

আর নামলে এমন মার মারবো, আমাবস্যা-পূর্নিমার রাতে, কাতরাবে কাতরাবে তারা কোমরের বাতে। চলবে............................ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।