চাঁদটা গোল হলেই গোল বাধে ভেতরে...!!!
মরমি কবি হাছন রাজা সম্পর্কে কম-বেশি সবাই জানেন। কিন্তু তাঁর পুত্র একলিমুর রাজাও যে একজন উত্কৃষ্ট কবি-গীতিকার ছিলেন সে-সম্পর্কে আমরা খুব কম জানি। সম্প্রতি তাঁকে এবং তাঁর গান নিয়ে একটি গবেষণাধর্মী বই লিখেছেন পশ্চিমবঙ্গের অমিয়শঙ্কর চৌধুরী, 'পল্লিকবি একলিমুর রাজার সংগীতমালা' নামে। বইটি সংগ্রহ করতে পারলে অনেক কিছুই জানা যেত একলিমুর রাজা সম্পর্কে; কিন্তু এই পরবাসে ইচ্ছে থাকা সত্ত্বেও সেটা সম্ভব হচ্ছে না। এই ব্লগে নিশ্চয়ই সিলেটের অনেক সাহিত্যকর্মী আছেন, একলিমুর রাজা সম্পর্কে জানা থাকলে শেয়ার করুন, প্লিজ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।