রাজা যায় রাজা আসে,,, কোনো এক গানের প্রথম কলি, পুরো গানটি নয় শুধু এই কলি টুকু গুন গুন করি প্রায়ই, সেদিন নিজেই নিজেকে প্রশ্ন করলাম কেনো করি এই গুন গুন ?যা মনে হলো তা হচ্ছে , আমাদের রাজনীতির রাজাদের কথিত উথ্থান আর পতনের নীরব যে চিএ মনের মাঝে ঘুরপাক খায় তারই অবচেতন প্রকাশ মাএ ।যে যায় লংকায় সেই হয় রাবন,আজ বিএনপি র বিশাল এই লংমার্চ আগামী দিনের আওয়ামীলীগের জন্য উপমা হবে , আর সে দিনের ক্ষমতায় থাকা বিএনপি খড়গ হাতে দমন চালিয়ে যাবে । একই চিএ দিনের পর দিন আঁকছেন আমাদের রাজনীতির রাজারা, শুধুমাএ রংতুলির অদল বদল হয়,,,, চিএ আর বদলায় না । ( প্রথমদিন ব্লগ এ এই লেখা ছোটই করলাম । আর হ্যাঁ,,,,,, আমাকে অনুপ্রানিত করার জন্য ব্লগ ইউজার জনাব রামন কে ধন্যবাদ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।