আমাদের কথা খুঁজে নিন

   

নৈঃশব্দে আমি

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে। নৈঃশব্দে আমি নাদিম ====== শহুরে রোদে আজ অনেক দিন স্নান করিনি । ঘুনে ধরা সমাজের অতি মানবীয় আয়োজন গুলো এখন আমায় স্বপ্ন বেঁচে স্বপ্ন কেনার আস্ফালন শেখায় । সচল হৃদপিন্ডের সম্পূর্ন অচলায়তন জুড়ে আজ কলুসিত রক্ত । আমার রক্ত-ও একসময় গাঢ় লাল ছিল।

ক্রমশ কালচে বর্ণে পরিনত হয়েছে । জন্মান্ধ চোখে একসময় নীলাভ স্পর্শ ছিল। এখন শুধুই ঝলসানো অতীত। দিনান্তের কাজগুলো টাই-স্যুট পড়ে চালিয়ে নেই, কথার মন্ত্রমুগ্ধ ছায়াপটে মুর্ছে যায় আশপাশ । আমি আমার ভদ্রতার মুখোশ টুকু পুঁজি করে সভ্যতার চৌদ্দ গুষ্টিকে উদ্ধার করি ।

রাতে ঘুমোতে গিয়ে এখন আর কাঁদি না । দিনান্তের কর্মগুলোকে মনে করে হায়-উদাস ও করি না । আমি এখন সামাজিকতায় আধুনিক । আমি এখন সম্পূর্ন সভ্য এবং অতি মানবীয়। আমার এই পবিত্র হাত এখন নিয়মিত দান খয়রাত করে বেড়ায় ।

অন্ধকার ঘরে আমার হাত যখন হৃদয়কে স্পর্শ করে এতটুকু-ও বিচলিত হই না । শুধু একটু বাতাসের শুণ্যতা বোধ হয়। বোধ করি শীতাতপ যন্ত্রের কোনো গোলযোগ হয়েছে হয়তোবা .... এত অর্জনে কোনো শুণ্যতা তো থাকার কথা নয় !! ১১/০৩/২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।