আহসান জামান
একটা বোতাম এসে জুড়ে দেয়
দু'টি নিঃসঙ্গ প্রান্তর; আড়ালে অইপাশ।
চোখের রেটিনায় ক্লান্ত রক্তদাগ প্রখর;
ঝাপসা হাহাকার।
জানালার ওপাশে আলো; তুমি অন্ধকারে
বাতি জ্বালাও। হাতড়ে যতটুকু টের পাই
সারারাত র্নিঘুম ছিলে।
ঘুমখোর মানুষের পাশে শুয়ে একা
শিথিল হাতে তুলে নিয়ে
দায়ভাগ; যতটুকু কাছে পাই
স্বপ্নতরীর টানে।
একটা বোতাম এসে রোজকার বন্ধ করে দেয়
অনেক স্বপ্নভেলার গল্পকথা; চারিদিক নিথর কান্না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।