সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞ্যানে,পাবিরে অমূল্য নিধি বর্তমানে (আমার ছোটোভাই মেহেদি হাসান, পড়ে ইন্টারমিডিয়েটে। ওর কবিতা দেখে আমি অবাক হয়ে যাই, ওর কবিতা আমার চাইতে বেশি সমৃদ্ধ। তেমনি একটি কবিতা "ক্যাকটাস")
"ক্যাকটাস"
মনের জমিনে কিসের যেন বীজ বপন করেছিলাম !
রাখিনি খেয়াল-এটাই সিম্পল।
কে অতসব ভাবে-ভাবনার রাজ্যে এরকম তুচ্ছ সব ভাবনাকে। কতশত জটিল কিছু যে আমাকে ভাবতে হয়।
ঘুমের মাঝে স্বপ্নে কিংবা বইয়ের মাঝে মগ্নে।
কই পাইনাতো খুব জটিল সমস্যাকে ।
সমস্যা পেলে সেসব সলভের স্যারও আছে!
অথচ ভাবিনি ভাবাভাবির জগতটা আসলেই বিশাল।
কখন কোন ভাবনাটা উঁকি দিবে, আবেগি করবে, চোখ দিয়ে পড়বে শৃঙ্খলহীন জল অথবা আনন্দাশ্রু।
আবার অশান্ত মনটা চাবে হারানো অশ্রুর পুনরুত্থান।
অহেতুক অযৌক্তিক ব্যাপারে যুক্তি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু যৌক্তিক ব্যাপারে মাথা ঘামাইনি।
অসংখ্য সুত্রের প্রতিপাদন পড়েছি, কিন্তু জীবনের মানে বিশ্লেষণ করে দেখিনি।
আমি চলছি আমার মত, বাস্তব জ্ঞ্যানহীন অনভিজ্ঞতায়, জানি চব্বিশ ঘন্টায় একদিন, ত্রিশ দিনে মাস।
বড় হচ্ছে খেয়াল রাখিনি শাখা প্রশাখাযুক্ত ক্যাকটাস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।