আজকের দিনটা একটা পবিত্র দিন।শুক্রবার।আর এই পবিত্র দিনে একটা মহতী কাজের শুভ উদ্ভোধন করলাম।আমার অনেক দিনের লালিত ইচছা ছিল এটা।আজ সে ইচ্ছা পুরণ হল!এতদিন শুধু ভিজিটর হিসেবেই আসতাম সামুতে।কিন্তু আজ থেকে আমি এই ব্লগের একজন গর্বিত ব্লগার!!এই ব্লগের নামি দামি এবং অবশ্যই গুনী ব্লগারদের সাথে একই ব্লগে শামিল হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে।এতদিন বিভিন্ন চমতকার পোস্টে মন্ত্যব্য করার তীব্র ইচ্ছা পোষণ করলেও ব্লগার না হওয়ায় সামু আমাকে সে সুযোগ দেয়নি!!অবশ্য এখন ও মন্তব্য করতে কিছুদিন অপেক্ষা করতে হবে! সন্মানিত ব্লগার ভাই বোনদের সর্বাত্নক সাহায্য ও মুল্যবান উপদেশ কামনা করছি।সবাইকে ধন্যবাদ আর অনেক অনেক শুভ কামনা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।