ৃমৃপ তহুজ
আমি ঠিক করেছি আমি প্রতিদিনই কিছু না কিছু লিখব। আগে আমার সম্পর্কেকিছু বলে নিই। আমি 2005 সালে HSC পাস করেছি। এখন আমি East west Universityতে Electrical & Electronic Engineering(EEE) পড়ছি। আমরা দুই ভাই।
আমার ছোট ভাই ক্লাস ফোর এ পড়ে। আমার বাবা জনতা ব্যাংকে আছেন। আসলে আমার বাবার এত টাকা নেই যে আমাকে private university তে পড়াবে। কিনতু বেশ কিছু টাকা ধার করে আমাকে পড়ানোর ব্যবস্থা করা হয়। অনেকের অনেক রকম ইচছা থাকে কিনতু আমার ইচছা শুধু আমার বাবা মাকে একটু শান্তি দেওয়া।
আর আমার বাবা মা শান্তি পাবেন তখনই যখন আমি উচচ শিক্ষায় শিক্ষিত হব। আমার ইচ্ছা আছে আমি Msc complete করব Australia থেকে। কিন্তু টাকা ............... টাকা কিভাবে Manage হবে???? জানি না..................আদও কি আমার ইচ্ছা পূরণ হবে......................। ???????? ্ল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।