জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। বুকের ভেতর বাজছে সদা দুঃখবোধের সরলতা; স্মৃতির মাঝে উঠছে জেগে প্রেম হরিষের বহু কথা। আজকে যখন ফিরে তাকাই ছন্দোময় জীবন পানে; বাস্তবতার করাল গ্রাস জেগে উঠে বিষাদ গানে। হায় শাকিলা তোর লাগিয়া কাটছি নিতি দুঃখের নদী; দেখবি তুই আনতে পারলে অতীত দিনের স্মৃতি যদি। ঝড়ের দিনে পুকুর পাড়ে আমা কুড়ানোর ছলনাতে; চোখা-চোখি, হাসা-হাসি ভাব হয়েছে দু'জনাতে। আজকে তুই কোথায় গেলি! আমি এখন কোথায় রই? দুঃখের নদী নিরবধি বইছে হৃদে সততঃই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।