আতেলরা দূরে থাকেন.... রবির ভয়েস ক্লিয়ারিটি নিয়ে টিভিসি গুলা এখন বেশ জনপ্রিয় ! তবে রবির উচ্চমানের নেটওয়ার্ক নিয়ে তৈরি এই এডটি ভয়েস ক্লিয়ারিটির যে থিম ফুটাতে চেয়েছে, সেখানে আমার উর্বর মস্তিস্ক কিঞ্চিত অসঙ্গতি খুজে পেয়েছে ! এডের প্রতিটি সিকুয়েন্সের শুরুতে যে শব্দ বিভ্রাট ঘটেছে সেখানে কোথাও মোবাইলে কথোপকথন দেখানো হয়নি বরং সরাসরি কথাবার্তা হয়েছে ! তাই এখানে নেটওয়ার্ক নয় বরং কানের সমস্যা প্রকটভাবে ফুটে উঠেছে । তাই , এডটি ইয়ার কিড কিংবা কানের ডাক্তারের চেম্বারের হলেই অধিক বস্তুনিস্ট হত বলে মনে করি !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।