আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে এডা কি দেখাইলরে!!!! এক্কেবারে সিরাম ভাই!!!!!!!!!

যাহা বলিতে চাই তাহা বলিতে পারি না,যাহা বলি তাহা বুঝাইতে পারি না

বাংলাদেশ ২০১১ বিশ্বকাপের আয়োজক হয়েছে অনেক আগে। তারপর এল ২০১১। এর আগে বিভিন্ন গেমসের opening ceremony দেখে মুগ্ধ হয়েছি। এবার এল নিজ দেশের উপস্হাপনা দেখে মুগ্ধ হওয়ার সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানের মাস দুয়েক আগে পত্র-পত্রিকায় দেখলাম বলিউডের নায়ক-নায়িকাদের নিয়ে নাকি অনুষ্ঠানটা হবে।

দেখে-টেখে খুব মন খারাপ হল । ভাবলাম কিইবা করার আছে। এই দেশ তো এমনিই। এখন অনুষ্ঠানটা দেখে খুব ভাল লাগছে। দেখিয়ে দিলাম আমরাওপারি।

সাবাশ বাংলাদেশ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৪ দেশের ১৪ জন অধিনায়ক রিকশায় করে মাঠে আসল। বাংলাদেশ দলের কাপ্তান সাকিবের হাসিমুখ দেখে খুব ভাল লাগল। টুর্ণামন্টে শেষ হওয়ার পরও যাতে এই হাসি থাকে , এই আশা করি। laser light দিয়ে virtual cricket-র উপস্হাপনা টা ছিল exclusive এবং দারুণ।

বক্তৃতার অধিবেশনটা খুব ভাল লাগেনি। ওয়ার্ল্ড কাপ এর মত অনুষ্ঠানে বক্তৃতাগুলো আরো ভাল হওয়া উচিত। কিছু খুব দৃষ্টিকটু ভুল ছিল। যেমন-- >সাড়ে তিনশ পচ্ঞাশ। >২০১১ এর জায়গায় ২০০১ বলা।

................... এছাড়া বাকি অনুষ্ঠানটা জোশ হয়েছে। তিন দেশের সাংস্কৃতিক পরিবেশনা,নাচ-গান অসাধারন। রকষ্টার Brayan adams-র সুরের মূর্ছনায় জেগে উঠেছেল পুরো স্টেডিয়াম। তিনি summer 69 সহ আরও দুটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন। তার মাধ্যমে অনুষ্ঠানটি কিছুটা বৈশ্বিক রুপ পেয়েছিল।

বাংলাদেশের এপিসোডে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লার গান দারুণ। উর্দু গানে যাদের অ্যালার্জি আছে তাদের ব্যাপারে কিছু বলতে চাই না । ৫২-র চেতনা এত সস্তা না । মমতাজের গান খারাপ হয়নি, তবে গান সিলেকশন আরো ভাল হওয়া উচিত ছিল। পোলা তো নয়........... আগুনেরি গোলা opening ceremony র জন্য নয়।

Bangladesh tourism board-র school of life উপস্হাপনা টা অসাধারন হয়েছে। এটি বাংলাদেশকে বিশ্বের সামনে অন্যরুপে তুলে ধরেছে। Thanks to BTB............................ সবশেষে দে ঘুমাকে..... দিয়ে অনুষ্ঠানটা শেষ হল। পুরো অনুষ্ঠানে laser light show & fireworks অসাধারন। সবশেষে বলি সাবাশ বাংলাদেশ , একেবারে দেখিয়ে দিলাম টিম বাংলাদেশ...........................এগিয়ে যাও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.