আমাদের কথা খুঁজে নিন

   

সিরাম মুভি : Cloud Atlas (2012)

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া ! "Our lives are not our own. We are bound to others. Past and present. And by each crime; and every kindness we birth our future." Cloud Atlas মুভিটিকে অনেকেই ২০১২ সালের সেরা মুভি বলছেন। ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব সহ অন্যান্য ৯টি ক্যাটাগরিতে নমিনেশন পাওয়া, Perfume: The Story of a Murderer এবং Run Lola Run ক্ষ্যাত পরিচালক Tom Tykwer'র এই সিনেমাটি যারা মারদাঙ্গা, ফাটাফাটি আ্যাকশন অথবা জমজমাট থ্রিলার মুভি দেখে থাকেন তাদের পুরোপুরি হতাশ করবে। এটি একটি ফিলোসফিক্যাল মুভি, আমার ভাষায় সিরাম। মহাকাশের ভিন্ন ভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন সময়ের ৬টি কাহিনীর সমন্বয় দেখানো হয়েছে এই মুভিটিতে। মুভিটি দেখতে বসে কখনো মনে হতে পারে সাইন্স ফিকশান, কখনোবা ড্রামা অথবা আ্যাডভেন্চার।

১৭২ মিনিটের এই মুভিটিটে বোঝানো হয়েছে, মানুষের প্রত্যেকটি কাজের প্রভাব সময়ের সাথে সাথে কিভাবে তার এবং অন্যের জীবনকে প্রভাবিত করে। মুভিটির শেষে মানুষরা কিভাবে গ্রহ থেকে গ্রহান্তরে ছড়িয়ে পড়ে তারও একটি আভাস রয়েছে। আরো মজার ব্যাপার হলো, গল্পের প্রধান চরিত্র গুলো ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে। একটু লক্ষ্য করলে নিজেই বুঝতে পারবেন, মেকাপের আড়ালের প্রকৃত অভিনেতাটিকে। পুরো ছবিটাতেই Tom Hanks এবং Halle Berry'র অভিনয় ছিলো প্রাণবন্ত।

গল্পের টাইমলাইনটাও উল্লেখ করলাম : ১। ১৮৪৯ (The Pacific Journal of Adam Ewing) ২। ১৯৩৬ (Letters from Zedelghem) ৩। ১৯৭৩ (Half-Lives: The First Luisa Rey Mystery) ৪। ২০১২ (The Ghastly Ordeal of Timothy Cavendish) ৫।

২১৪৪ (An Orison of Sonmi~451) ২৩২১ (Sloosha's Crossin' an' Ev'rythin' After)। টরেন্ট ডাউনলোড ১০৮০ পিক্সেল, ২,৩০ জিবি টরেন্ট ডাউনলোড, ৭২০ পিক্সেল, ১,২ জিবি আশা করি সবার ভালো লাগবে। ******অপ্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়নি। মুভিটি দেখতে বসে অনেক দৃশ্যে The MATRIX এর ছোঁয়া গন্ধ পেয়েছিলাম। পড়ে বাল্যবন্ধু কৌশিকের কমেন্টে জানতে পারলাম Director Tom Tykwer এবং MATRIX TRIOLOGY ক্ষ্যাত THE WACHOWSKIS BROTHERS, Andy Wachowski এবং Lana Wachowski এনার ৩জন এই মুভিটার ডিরেক্টর।

মিয়াও********  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.