অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... পথ হারানো পথে আমি পথিক হবো প্রিয়া হবো অনাবিল ছায়া,হবে কি মোর স্নিগ্ধ মায়া? ছুঁয়ে যাবো তোমার প্রানে চন্ঞল বাতাস হয়ে সারা বেলা মধুর খেলা হবে গোপনে গোপনে। গোধূলির লগ্ন যাবেগো পেরিয়ে তোমার দু'চোখে যাবোগো হারিয়ে, আধার নামুক না আলোর রাজ্যে যদি আলো হয়ে থাকো পাশে। আধারে কিবা যায় আসে? জোস্না খেলা করে মেঘের সাথে, এসো না কাছে জোনাক জ্বলা রাতে দুষ্টু হাঁসি হেঁসে বুকের মাঝে। আমার প্রাণে ফাল্গুনি সুর তোমার প্রাণেতে বাজে তোমার কাছে আমার প্রণতি রানী অবশেষে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।