বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
খবরটা পড়ছিলাম আমাদের সময় থেকে। আয়কর দিতে গিয়েছেন
কবি নির্মলেন্দু গুণ আয়কর অফিসে। কবির আয় নেই। হঠাত করে অ্যাড থেকে কিছু পয়সা পেলেন। তাই কর দিতে ছুটে গেলেন।
কর বিভাগ কবির মতো সম্মান দেখাবার জন্য কর মওকুফ করে দিয়েছে। খবরটা পড়ে খুব ভাল লাগল। কবি আর করবিভাগ শিরোনাম কাড়লেন।
দেশে যখন চুরি আর দুর্নীতি করে লোকজন জেলে যাচ্ছে আর অন্যরা পালিয়ে বেড়াচ্ছে তখন একজন কবি তার নাগরিক দায়িত্ববোধ দেখালেন। কবিকে জানাই প্রণতি।
জানি, কবি আর কবিতা শুধু ভাব জাগান, আবেগ কাড়েন, হাসি কান্না আর আনন্দ বেদনায় আমাদেরকে আন্দোলিত করেন। কিন্তু তাতে কি বদলাবে এই সমাজ? ভোগবাদী সমাজে ভোগকে ত্যাগ করা বড্ডো কস্টকর। ত্যাগকে স্বতস্ফূর্ত করা বড়ই কঠিন। অর্থ ও প্রাচূর্যের পেছনে দৌড়ানো মানুষগুলো খেটে খাওয়া মানুষদের কাছ থেকে অনেক দূরে থাকে। মানসিক দুরত্ব বহুদূর।
সবাই যদি কর দিত আর কর যদি আয়ের সাথে সংগতিপূর্ণ হতো তাহলে এই অভাগা দেশের চেহারাও অনেক বদলাতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।