আমার এই পথ চাওয়াতেই আনন্দ........
আর বৈলেন্নাগো ভাই/বইনেরা........ বিরাট ক্যার্ফার মইধ্যে আছি.....
আইজ সকাল থিকা ক্যাম্নে ক্যাম্নে জানি ওই বুইড়া আবার কান্ধে চাপছে...... সিন্দাবাদের ভুতের কাহিনী হুন্ছেন্না, ঠিক সেইরাম..... । হালায় বুইড়া ভুত কুনহান্কার । তয়, বয়সকালে বুইড়ার চেহারা মাশাল্লাহ মন্দ আছিলো না। হৈব না, জমিদারের পুত আছিলো যে.... বুইড়া মরছে আইজ থিকা ৬৭+ বচ্ছর আগে কিন্তু ছড়ি যা আছে সব কৈলাম বেশিরভাগ হেই ঘুরায়। বুইড়া নাই ঠিকই কিন্তু আম্গোর আর হাড় জুড়াইলো না....।
যখন খুশি কান্ধে চাইপ্যা বইস্যা কানপড়া দেওন শুরু করে............. বাইচ্চা থাকলে আইজ বুইড়ার বয়স হৈতো ১৪৮ বছর ১ মাস ৪ দিন......... এইবার বুচ্ছেন তো কোন বুইড়ার কথা কৈতাছি? ক্যাঠা আবার হেই যে, আরেক বুইড়া প্রিন্সের নাতি.... শ্রী রবীন্দ্রনাথ
সকাল থিকা বুইড়া কানের কাছে নিচের বিদঘুইট্যা লাইনগুলা খালি আউড়াইতাছে আর আমি দাত খামটি দিয়া ভ্রু কুচকাইয়া রইছি..... তখন মনে হৈল এই বুইড়ার মন্ত্রপড়া ব্লগে ছাপাইয়া দেই তাইলে যদি একটু বুইড়া ভুতের আছর কমে....
গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে সজনি আও আও লো। ।
পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রনয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আও লো। ।
ঢালে কুসুম সুরভভার, ঢালে বিহগসুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার বিমল রজত ভাতি রে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
ফুটল সজনি পুঞ্জে পুঞ্জ বকুল যুথি জাতি রে। ।
দেখ, লো সখি শ্যামরায় নয়নে প্রেম উথল যায়—
মধুর বদন অমৃতসদন চন্দ্রমায় নিন্দিছে।
আও আও সজনিবৃন্দ, হেরব সখি শ্রীগোবিন্দ—
শ্যামকো পদারবিন্দ ভানুসিংহ বন্দিছে। ।
==================================
ভানুসিংহ ঠাকুরের পদাবলী/৮ : (গহন কুসুমকুঞ্জ-মাঝে)
বন্যা'র গলায় গানটা শুনতে চাইলে - Click This Link
ডিসক্লেইমার-১: উপ্রের তিনটা ছবির কোনটাই "গহন কুসুমকুঞ্জ" বল্তে বুইড়া যেইডা বুঝাইছে তার ধারে কাছেও যাইবোনা। বুইড়া যে কি াল বুঝায় হেইডা হে নিজেও মুনেঅয় জানেনা। গুগলে যা পাইলাম দিলাম আরকি।
ডিসক্লেইমার-২: এইবার বুইড়ার কাছে মাপ চাই--
"এই পোস্টে মাইন্ডাইয়েন্না ভচ। আপ্নের হেপ্পি বাড্ডে টে হারাদিন আপ্নের গান হুনছি।
নিজের পয়সায় কেককুক খাইছি..... আমি আপ্নের 'বড় পাঙ্খা'। গুস্তাখি মাফ, হুজুর। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।