আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বর্তমানে বাঁচি

আমি একজন সাধারন ব্লগার। পড়ি বেশি লিখি কম এক পড়ন্ত বিকেলে দুজন বৌদ্ধ ফকির হিংস্রো জীবে পুর্ন একটি ঘন জংগলের ভেতর দিয়ে হেটে যাচছিলো। হঠাৎ তারা একটি সুন্দর মেয়েকে দেখতে পেলো। মেয়েটি ছোট নদীর উপর দিয়ে যাওয়া একটি সরু সেতু পার হতে চেষ্টা করছিলো কিন্তু পানি ভর্তি দুটো কলস ঠিক রাখতে হিমশিম খাচছিলো। বয়সে বড় ফকিরটি মেয়েটির একটি হাত ধরে তাকে সেতুটি পার হতে সাহায্য করল।

সেতু পার হলে ফকির দুটো মেয়েটিকে সামনের দিকে ঝুকে সন্মান জানিয়ে আবারো হাটতে শুরু করল। সারাটি রাস্তা ছোট ফকির কোনোকিছু না বলে শুধু হাটতে থাকল। তাকে খুব কন্‌ফিউসড দেখাচছিল। তারা একসাথে বহুদুর হাটল। জংগল পেরিয়ে, পাহাড় ছেড়ে শহর পেরোলো কিনতু কোনো কথা হলনা।

বেশ কয়েক ঘন্টা পর শেষ পর্যন্ত ছোট ফকির বড়কে জিগ্গেস করেই বসল "তুমি জানো যে আমরা ফকিররা মেয়েদের ছোঁয়া নিষেধ তবুও তুমি কেনো মেয়েটিকে ছুঁয়ে দিলে?" কথাটা শুনেই বড় ফকির ধিরে তার দিকে ফিরলো ও মুচকি হেসে বললো, প্রিয় ভাই আমার, তুমি এতো বড় চিন্তার বোঝা মাথায় নিয়ে ফিরছো? আমি সেই কতো আগে তাকে রাস্তার পাশে ফেলে এসেছি। তুমি এখনো কেনো তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছো? গল্পটির মূল উদ্দেশ্য ছিল এই যে, আমরা অতীত আর ভবিষ্যতের চিন্তায় সবসময়ই বর্তমান হারাই নিজের অজান্তেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.