আমার ব্যক্তিগত ব্লগ
যেখানে শিশুরা বা পরিবার নিয়ে লোকজন যেখানে যায়, সেখানকার পরিবেশ সাধারনত: ভাল থাকে। একারনেই শিশু পার্ক আর চিড়িয়াখানার পরিবেশ সব সময়ই মোটামুটি ভাল থাকে। গতকাল শাফিনকে (আমার ২ বছরের ছেলে) নিয়ে শিশু পার্কে গিয়েছিলাম। পরিবেশ মনে হলো আগের চেয়ে ভাল হয়েছে। এর আগে তামিমকে (আমার বড় বোনের ছেলে) নিয়ে ট্রেনে ঘোরার সময় দেখে ছিলাম জায়গায় জায়গায় ছাই আর মাটির কলকে টাইপ জিনিস পরে আছে।
মনে হয়েছিল নানা জায়গায় নিয়মিত গাজা খাওয়া হয়। এবার সেটা চোখে পড়ল না। তবে একজায়গায় ফেনসিডিলের বোতল চোখে পড়েছে।
আমি যখন ছোট ছিলাম তখন লাফালাফির জায়গায় সব সময়ই নষ্ট দেখেছি। মনে দু:খ ছিল কখনও যেতে পারিনি।
এবার দেখলাম সব গুলোই ঠিক আছে। শাফিনকে নিয়ে ঢুকলাম। কিন্তু ও খুবই ভয় পেল, কিছুতেই লাফাতে রাজি হলো না। তামিম ঢুকতে পারেনি, ও বড় হয়ে গিয়েছে। ও সবচেয়ে মজা পেয়েছে ট্রেনে চড়ে।
শিশুপার্কে গেলেই আমি ওখানকার চটপটি খাই। একবার খেয়ে খুব মজা লেগেছিল। শাফিনও চটপটি খুব পছন্দ করলো। ঝাল লাগছিল, একটা ডাবলি খায় আর পানি খায়। তবুও খাবে।
ও যাতে খেতে না পারে তাই আমি তাড়াতাড়ি প্লেট শেষ করলাম। লোকটা যখন প্লেট নিয়ে চলে যাচ্ছিল, সাফিন বার বার বলছিল, আমি খাব আমি খাব। এরপর অবশ্য আমার নিয়ে যাওয়া খাবার খেয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।