গত শুক্রবার নানা চমকের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশী আইডল প্রতিযোগিতার অডিশন রাউন্ড। আর আজ শুরু হচ্ছে নয়টি বিভাগ থেকে নির্বাচিত সেরা ১০০ প্রতিভাবান সংগীত প্রতিযোগীকে নিয়ে ‘থিয়েটার রাউন্ড’।
এই রাউন্ডের জন্য সেরা ১০০ প্রতিযোগী এসে উঠেছেন ঢাকার একটি পাঁচতারকা হোটেলে। তিন দিনের এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা মুখোমুখি হচ্ছেন সেরা চব্বিশে ওঠার লড়াইয়ে। থিয়েটার রাউন্ড প্রসঙ্গে বাংলাদেশী আইডলের নির্মাতাপ্রতিষ্ঠান ডেল্টা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল বলেন, ‘এরই মধ্যে অডিশন রাউন্ডে অনেক ঘটনা ঘটে গেছে বিচারক এবং প্রতিযোগীদের মধ্যে।
বিশ্ব মানের রিয়েলিটি শোতে যেমনটা ঘটে হরহামেশা। এর জন্য আমাদের অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে। বিশেষ করে আইডলের অন্যতম বিচারক আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার বিষয়টি ছিল এখন পর্যন্ত বাংলাদেশী আইডলের বড় অঘটন। স্বস্তির বিষয় তিনি আবার ফিরে এসেছেন আমাদের মাঝে। দর্শকদের সুবিধার্থে বলে রাখা ভালো, থিয়েটার রাউন্ডের প্রায় প্রতিটি পর্বেই রয়েছে কিছু চমক ও কিছু অঘটন।
’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।