আমাদের কথা খুঁজে নিন

   

এখনো অপারগ নই

Khan IT Source কোমরের ব্যথাটা এখনো কমেনি, এইতো সেদিনও তরতর করে তরতীব পাহাড়ের ধাপ গুলি বেয়ে উঠলাম, নামলাম; অনেক দূর দেখা হল, হাঁটা হল, উদ্দেশ্যহীন; অভ্যেস হয়ে গেছে বলে এখন আর মেডিটেশন, যোগ ব্যায়াম গুলি ঠিকঠাক কাজে আসতে, সময় নিতে পারে না, পারি না আগের মতো; নিজের শক্তি, চাহিদা, উপলব্ধি, অনুভূতি-- বুঝি বলেই হয়তো আর এগোই না, কিন্তু এটাও ঠিক, থেমে থাকা যাবে না । ঘর ঝাড়, রান্না করা, দেখিয়ে দেয়া থেকে নিজেকে এখনো বঞ্চিত করছি না, এখনো পথের ধারে অক্ষম লোকেদের দেখি, উদ্বাস্তুদের দেখি, শিশুদের দেখি ভিক্ষে করতে, চেয়ে খাওয়ার এতোসব কর্পোরেট ফন্দী, কৌশল, জটিলতার থেকে সরাসরি হাত বারিয়ে ভিক্ষে করা অনেক শ্রেয়; ভালোই দেখায়, কিন্তু এই যে এতোসব সংবিধান, পৃথক দলীয়ভাব, ঘরে বন্দী করে স্বাধীনতা নিশ্চিত করণে স্বাক্ষর, আর হয়তো বেশিদিন নেই, কিছু না কিছু করে এগিয়ে আসতে হবে এই সাধারণ থাকেই কারো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.