সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।
বহুদিন হয়ে গেল । রোজই ভাবি "সমস্ত রবীন্দ্রসঙ্গীত ডাউনলোড করুন গীতবিতানের মতো করে বর্ণানুক্রমিক ভাবে" এর পরের পর্বে হাত দেব। নানা কাজে আর হয় না। কুঁড়েমিও আছে।
তারপরে এই ধরণের লেখাগুলোতে পাঠকের সংখ্যা অনেক কম। সেটাও উৎসাহ হারাবার পক্ষে যথেষ্ট ।
সে যা হোক উৎসাহ আমি হারাই নি। কিন্তু আমি বড় কুঁড়ে। সব কাজে হাত দিই বটে কিন্তু শেষ করতে পারব কিনা জানি না।
রবীন্দ্রসঙ্গীতের "B" দিয়ে যে গানগুলো কয়েকদিন ধরে আপলোড করছিলাম। সবে আপলোড শেষ করেছি। ফেসবুকে ঢুকে দেখি শর্মিষ্ঠার একটি মেসেজ আছে ইনবক্সে।
ও আমার কছে জানতে চেয়েছে আমি দ্বিতীয়পার্ট কবে পোস্ট দেব। আমি শর্মিষ্ঠাকে চিনি না।
আমার লেখা থেকে ও আমার খোঁজ পেয়েছে।
সবচেয়ে ভালো লাগলো আজো রবীন্দ্রনাথ সবাইকে না হলেও কাউকে কাউকে আকর্ষণ করেন।
রবীন্দ্রনাথের গানের দ্বিতীয় পার্ট শর্মিষ্ঠাকেই তাই ডেডিকেট করলাম।
আর যারা "সমস্ত রবীন্দ্রসঙ্গীত ডাউনলোড করুন গীতবিতানের মতো করে বর্ণানুক্রমিক ভাবে : পর্ব -১ -- "A"
দেখেন নি --এখান থেকে দেখে নিতে পারেন ।
আবারো জানাই--আমি এখনে আমার সংগ্রহ আনুযায়ী গানগুলো দিয়েছি।
এরপরেও হয়তো অনেক গানবাকি থেকে যাবে। যদি এমন হয় সেরকম কোনো গান আপনার কাছে আছে , তবে মিডিয়া ফায়ারে আপলোড করে লিঙ্কটা আমাকে জানিয়ে দেবেন। আমি এই টিউনটি আপডেট করে দেব। আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল কর্ম-উদ্যোগ কখনোই সাফল্যমণ্ডিত হতে পারবে না।
দেখে নিন এই পর্বে কি কি রবীন্দ্রসঙ্গীত রয়েছে
Gitabitan B-1
১.Baajao_Tumi_Kobi_Tomar_Songeet
২.Baaje_Baaje_Ramyabina_Baaje
৩BAAJE_KORUN_SURYE
৪BAAJIBE_SOKHI_BASHI_BAAJ
৫.BAAJILO_KAAHAR_BINA_MODH
৬.BAANI_MORE_NAAHI
৭.Baani_Tobo_Dhay
৮.Baaray_Baaray_Payechi_Je_Taray
৯.Badol_Baul_Bajay_Re
১০.Badol_Dhaara_Holo_Saara
১১.Badol_Meghe_Madol_Baaje
১২.Badoldiner_Prothom_Kadom_Phool
১৩.BAHIR_POTHE_BIBAGI_HIYA
১৪.BAHIRE_BHUL_HANBE_JAKHON
১৫.Baishakh_Hey_Mouni_Tapos
১৬.Baishakher_Ei_Bhorer_Haowa
১৭.Bajromanik_Diye_Gantha
১৮.Baki_aami_rakhbo_na
১৯.Bakul_gandhe_bannya_elo
২০.Barisha_Dhara_Majhe
২১.Baro_Aasha_Koray_Esechi
২২.BARO_BEDONAAR_MATO_BEJEC
২৩.Baro_Bishmoy_Laage
২৪.Barshan_Mandrito_Andhakare
২৫.Bartho_Praner_Aborjona_
২৬.basanta tar gan
২৭.Basanta_Tor_Shesh_Kore
২৮.Basante_Aaj_Dhorar_Chitto_Holo_Utola
২৯.Basante_basante_tomar
৩০.Basante_Ki_Shudhu_Kebol_Phota_Phuler_Mela_Re
Gitabitan B-2
৩১.Basante_Phul_Gathlo
৩২.Basanti_Hey_Bhubonomohi
৩৩.BASHI_AAMI_BAJAI_NI_KI
৩৪.BASONTO_SE_JAY_TO_HESE
৩৫.Bedhechho_Premero_Pashe
৩৬.Bedona_Ki_Bhasay_Re
৩৭.Bhaasiye_De_Tori_Tobe
৩৮.BHALOBASI_BHALOBASI
৩৯.Bhalobese_Jodi_Sukh_Nahi
৪০.BHALOBESE_SOKHI_NIBHRITE
৪১.Bhandhano_Cherar_Sadhon
৪২.BHASIYE_DE_TORI_TOBE
৪৩.Bhebechhilem_Aashbay_Phiray
৪৪.Bhengechho_Duyar_Esechho_jyotirmoy
৪৫.Bhor_Holo_Bibhabori
৪৬.Bhor_Holo_Jei_Shrabanosharbori
৪৭.BHORA_THAAK_SMRITISUDHAY
৪৮.Bhorer_Bela_Kokhon_Eshe
৪৯.Bhoy_Hote_Tabo_Abhoy_Maajhe
৫০.BHUBONESWAR_HEY
৫১.Bhubonjora_Aasonkhani
৫২.Bhul_Koro_Na_Go
৫৩.Biday_Korecho_Jaray_Nayanjole
৫৪.Biday_Niye_Giechilem
৫৫.Bidhir_Badhon_Kaatbe_Tumi
৫৬.Bimol_Ananday_Jaago_Re
৫৭.Bina_Bajao_Hey_Mamo_Antore
৫৮.BINA_SAJE_SAJI_DEKHA_DIY
৫৯.Bipode_Morye_Rokshaa_Karo
Gitabitan B-3
৬০.Bipul_Taranga_Re
৬১.BIRAHO_MODHUR_HOLO_AAJI
৬২.Biraso_Din_Biralo_Kaaje
৬৩.Biswa_Jakhon_Nidramagon_Gagon_Andhokaray
৬৪.Biswajora_Phand_Petecho
৬৫.Bodhu_tomay_korbo_raja
৬৬.Bohe_Nirantar_Ananta__Anandadhara
৬৭.Bohu_Juger_Opar_Hotay
৬৮.Bojre_Tomar_Baaje_Baanshi
৬৯.BOLO_SAKHI_BOLO_TARI_NAM
৭০.BONDHU_RAHO_RAHO_SATHE
৭১.BONYE_JODI_FUTLO_KUSUM
৭২.Boshe_Achhi_Hey_Kobe_Shunibo
৭৩.Brishti_Shesher_Haowa
৭৪.Bujhechhi_Ki_Bujhi_Nai_Ba
৭৫.BUJHI_BELA_BOHE_JAYE
৭৬.Buk_Bendhe_Tui_Dara_Dekhi
৭৭.BYAKUL_BOKULER_PHULE
এবার ডাউনলোড লিঙ্ক দেবার সময়
Gitabitan B-1
Gitabitan B-2
Gitabitan B-3
আপডেটেড BY অদ্বিতীয়া আমি
“অদ্বিতীয়া আমি”কে ধন্যবাদ জানিয়ে খাঁটো করব না।
তাঁর জন্যে অনেক ভালোবাসা। আমার চোখ এঁড়িয়ে যাওয়া গানগুলির লিস্ট দিয়ে তিনি এই প্রচেষ্টাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। এখানে তাঁর দেওয়া গানগুলোর লিস্ট ও মিডিয়াফায়ার লিঙ্ক দিলাম। যেহেতু গানগুলি নাম্বারিং করা নেই তাই এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে ঐ B ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিলেই বর্ণ অনুযায়ী পরপর সাজানো হয়ে যাবে।
৭৮.BADHUA ASAMAYE KENO HE PRAKASH
৭৯.Bandh bhenge dao
৮০.BEDANAY BHORE GIYECHE PEYALA
৮১.Bhenge Mor Gharer Chabi
৮২.Bidhi Dagar Ankhi
৮৩.Bodhu Kon Alo
৮৪.Bodhu Miche Raag Korona
৮৫.BOLI O AMAR GOLAP BALA
৮৬.BUJHI ELO BUJHI ELO ORE PRAN
এখন ডাউনলোড লিঙ্ক নিন
Gitabitan B-4 আপডেটেড BY অদ্বিতীয়া আমি
*********************************************************************************************************************************************************
দেখুন এখান থেকেও আপনার মনের মত কিছু পেলেও পেতে পারেন
১।
একটু একটু অন্যরকম ডাউনলোড: পর্ব ০১ : গানপাগলদের জন্য : নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-১ )
২। একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০২ : গানপাগলদের জন্য : নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-২ )
৩। একটু একটু অন্যরকম ডাউনলোড ডাউনলোড : পর্ব ০৩ : গানপাগলদের জন্য : “ ছুপকে ছুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হে। ” – গজলটি শুনুন বিভিন্ন বিখ্যাত শিল্পীর গলায় বিভিন্ন স্টাইলে।
৪।
গানপাগলদের জন্য ****** লোকগীতি স্পেশাল******* হিন্দিগানের কথা-সুর-ভাবের সঙ্গে মিলিয়ে বাংলা লোকগীতি শুনুন।
***************************************************
***************************************************
***************************************************
***************************************************
সবাই ভালো থাকবেন।
রাগে থাকুন, রাগিয়ে রাখুন।
রঙে থাকুন, রাঙিয়ে রাখুন।
***************************************************
আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com
ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।