আমি উন্মাদ, আমি উন্মাদ !! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ
আপনারা নিশ্চই অবগত আছেন যে 'সুন্দরবন' পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায়
মনোনয়ন পেয়েছে ! এতদিনে আপনারা অনেকেই 'সুন্দরবন'কে ভোট দিয়েছেন। যারা তা করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের ভোটের সাহায্যে 'সুন্দরবন' এই মুহূর্তে ৫ম স্থান এ অবস্থান করছে। ( আলহামদুলিল্লহাহ) কিছুদিন আগেও এর অবস্থান ২৮ এ দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আপনাদের সহযোগিতায় 'সুন্দরবন' এগিয়ে গিয়েছে !
আপনাদের কাছে কি একটা অনুরোধ করতে পারি ?
আমাদের প্রায় সবারই এক বা একাধিক 'একাঊন্ট' আছে।
ঐ গুলো আমরা কোন কাজেই ব্যবহার করি না। এই 'একাউন্ট' গুলো থেকে ভোট দিলে সুন্দরবন আরো এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
ভাবছেন, আপনার একার ভোটে আর এমন কি হবে?
কিন্তু জেনে রাখবেন আপনাদের এই এক একটা ভোটেই সুন্দরবন এতোটা এগিয়েছে ! সেদিন আর দূরে নেই যেদিন আপনি কোন বিদেশি বন্ধুকে নাক উঁচিয়ে বলবেনঃ 'এই হল সুন্দরবন। এ আমার দেশ বাংলাদেশের গর্ব। '
সুন্দরবনকে ভোট দিতে হলে আপনাকে একটা ইমেইল আইডি খুলতে হবে।
এর পর এই লিঙ্কে ক্লিক করে ৭টি স্থানকে নির্বাচন করুন। ( অবশ্যই সুন্দরবনকে ভোট দিবেন ) এর পর সমস্ত তথ্য পূরন করে আপনার ইমেইল একাঊন্ট থেকে 'ভোট কনফার্ম' করে নিন। মনে রাখবেন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না করলে আপনার ভোট গণনা করা হবে না, তাই ইমেইল থেকে অবশ্যই 'কনফার্মেশ্ন লিঙ্কটিতে ক্লিক করুন। ব্যাস ! আপনার কাজ অর্ধেক শেষ। বাকি অর্ধের হলঃ অন্যকে ভোট দিতে সহায়তা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।