বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের পাশ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রঞ্জিত দেবকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এর আগের রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা কেন্দ্রীয় সহ-সম্পাদক সামসুজ্জামান চৌধুরি সুমনকে কুপিয়ে আহত করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর শিশির কান্তি প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে ৭/৮ মুখোশধারী রঞ্জিতকে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
পরে তিনি রঞ্জিতকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান শিশির।
হাসপাতালের সার্জন কে জে আলম সাংবাদিকদের জানান, রঞ্জিতের পিঠ, পায়ের গোড়ালি ও আঙুল গুরুতর জখম হয়েছে। চিকিৎসার জন্য তাকে তিন মাসের মতো হাসপাতালে থাকতে হতে পারে।
জালালাবাদ থানার ওসি জামাল উদ্দিন জানান, রঞ্জিতের উপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি।
এদিকে শুক্রবার দুপুরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকৎত্সকরা।
এ দুটি ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।