আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে ‘আইপিই ফেস্টিভাল-১০

নামহীন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রথমবারের মত ‘আইপিই ফেস্টিভাল-১০’। দুদিনব্যাপী এই আয়োজনে থাকছে শিক্ষামূলক সেমিনার, জব ফেয়ার, প্রজেক্ট ফেয়ার ও রি-ইউনিয়ন। আজ বুধবার দুপুর বারটায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই বিভাগের সহকারী অধ্যাপক ও ফেস্টিভালের আহ্বায়ক আহমেদ সায়েম, সহকারী অধ্যাপক রেজাউল হাসান সুমন, সহকারী অধ্যাপক সি. এ. এ. রাশেদ ও বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ। ফেস্টিভালের উদ্ধোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। বিভাগীয় প্রধান ড. মো. ইকবাল এর সভাপতিত্ত্বে ফেস্টিভালের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ডুয়েট’ এর সাবেক উপাচার্য ড. মো. আনোয়ারুল আজিম, আই.ইউ.টি এর যন্ত্র ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. জহুরুল কবির, বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.