আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে দু’দিনব্যাপি আইপিই ফেস্টিভেল শুরু

নামহীন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিল্পভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আজ বৃহষ্পতিবার থেকে প্রথমবারের মত শুরু হওয়া দুদিনব্যাপি ‘আইপিই ফেস্টিভেল-২০১০’ শুরু হয়েছে। উৎসবের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ফেস্টিভেলের প্রজেক্ট ফেয়ারের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন আইপি বিভাগের সহকারী অধ্যাপক ও উৎসবের আহ্বায়ক আহমেদ সায়েম, সহকারী অধ্যাপক সি.এ.এ রাসেদ,প্রভাষক রেজাউল হাসান সুমন ও আয়োজক বিভাগের শিক্ষার্থীরা। পরে অতিথিরা প্রজেক্ট ফেয়ারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে দুপুর ১২টায় র‌্যালী এবং বিকাল ৩টায় বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয়। উৎসবে আইপিই বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবণী অর্জুণ তলায় প্রদর্শন করেন। আগামীকাল শুক্রবার থাকবে সকাল ৯টায় বিষয় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তরপর্ব। এতে উপস্থিত থাকবেন ‘ডুয়েট’ এর সাবেক উপাচার্য ড. মো. আনোয়ারুল আজিম, আই.ইউ.টি এর যন্ত্র ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. জহুরুল কবির, বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। একই দিন সকাল সাড়ে ১১টায় সেমিনার, বেলা ২টায় ভিয়েলা টেক্স গ্র“প, বিকেএমইএ, লাফার্জ সুরমা সিমেন্ট লিমি., উর্মিগ্র“প ও জুকি বাংলাদেশ লিমিটেডের এর অংশ গ্রহনে জব ফেয়ার অনুষ্ঠিত হবে।

বেলা ৩ টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও মুক্ত আলোচনা। সবশেষে বিকাল ৫টায় পুরুষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এর মধ্য দিয়ে উসবের সমাপ্তি ঘটবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.