সারাদেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিটিভির মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী ও ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম প্রচারের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২২ মে থেকেই বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এই পাঠদান কার্যক্রম। প্রথম পর্যায়ে রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত ঢাকার তিনটি ঐতিহ্যবাহী স্কুল ও কলেজের নবম শ্রেণীর বিষয়ওয়ারী তিনটি ক্লাস ভিডিও করে সম্প্রচার করবে বিটিভি।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছেন শিৰামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে বিটিভিতে সম্প্রচারিত পাঠদান কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে ক্লাসের সময়সূচী নির্দারণের জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে একটি টেলিভিশন দান করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, শিৰা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারম্নক, বিটিভির মহাপিরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, ঢাকা শিৰা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, বিটিভির উপ-মহাপরিচালক (কর্মসূচী) কামরম্নন্নেসা হাসান এবং বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের প্রধান।
শিৰামন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি সপ্তাহের তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যনত্ম ঢাকার তিনিটি ঐতিহ্যবাহী স্কুলের নবম শ্রেণীর বিষয়ওয়ারী তিনটি ক্লাস সম্প্রচার করবে। রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজের রসায়ন, ভিকারম্নননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী এবং গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের জন্য অঙ্ক বিষয় নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যেই ১১টি ক্নাস ভিডিও করেছে বিটিভি।
আগামী ২২ মে ভিকারম্নননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী, ২৩ মে একই সময়ে গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের অঙ্ক এবং ২৪ মে একই সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজের রসায়ন বিষয় সম্প্রচার করা হবে। পরবর্তী প্রচারসূচী বিটিভির ঘোষণা ও স্ক্রলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে মানসম্মত স্কুলের সংখ্যা ও বিষয় সংখ্যা বাড়ানো হবে।
শিৰামন্ত্রী আরও বলেন, এ উদ্যোগের ফলে দেশের মানসম্মত কয়েকটি স্কুলের অভিজ্ঞ শিৰকগণের পাঠদান কৌশল, বিষয় উপস্থাপনা, শিৰক-শিৰার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রেণী ব্যবস্থাপনা ও পরিচালনা থেকে জেলা-উপজেলা ও প্রত্যনত্ম অঞ্চলের শিৰা প্রতিষ্ঠানের শিৰক ও ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। শিৰামন্ত্রী বিটিভি সমপ্রচারিত এসব ক্লাস যাতে সারাদেশের প্রত্যনত্ম অঞ্চলের স্কুলসমূহের ছাত্রছাত্রীরা দেখতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য সকল প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি মনিটরিংয়ের জন্য সকল জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। অনেক স্কুলে টেলিভিশন না থাকায় শিৰার্থীরা এর সুফল কিভাবে পাবে? এমন এক প্রশ্নের জবাবে শিৰামন্ত্রী নূরম্নল ইসলাম নাহিদ বলেন, আমরা আশা করি বিষয়টির সুফল শিৰার্থীরা যাতে পেতে পারে সেজন্য সমাজের শিৰানুরাগী ও বিত্তবানরা এগিয়ে আসবেন। ঢাকা শিৰা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন জানালেন, ঢাকা শিৰা বোর্ডের উদ্যোগে ইতোমধ্যেই কিছু শিৰা প্রতিষ্ঠানে টেলিভিশন দেয়ার উদ্যোগ নিয়েছে। ঢাকা শিৰা বোর্ড অনত্মত ১০ ভাগ স্কুলের জন্য টেলিভিশন নিশ্চিত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন চেয়ারম্যান। নামী স্কুলের পাঠদান কার্যক্রম বিটিভিতে সম্প্রচার করা হবে
স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিটিভির মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী ও ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম প্রচারের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ২২ মে থেকেই বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এই পাঠদান কার্যক্রম। প্রথম পর্যায়ে রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত ঢাকার তিনটি ঐতিহ্যবাহী স্কুল ও কলেজের নবম শ্রেণীর বিষয়ওয়ারী তিনটি ক্লাস ভিডিও করে সম্প্রচার করবে বিটিভি।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছেন শিৰামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে বিটিভিতে সম্প্রচারিত পাঠদান কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে ক্লাসের সময়সূচী নির্দারণের জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে একটি টেলিভিশন দান করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, শিৰা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারম্নক, বিটিভির মহাপিরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, ঢাকা শিৰা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, বিটিভির উপ-মহাপরিচালক (কর্মসূচী) কামরম্নন্নেসা হাসান এবং বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের প্রধান।
শিৰামন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি সপ্তাহের তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যনত্ম ঢাকার তিনিটি ঐতিহ্যবাহী স্কুলের নবম শ্রেণীর বিষয়ওয়ারী তিনটি ক্লাস সম্প্রচার করবে। রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজের রসায়ন, ভিকারম্নননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী এবং গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের জন্য অঙ্ক বিষয় নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যেই ১১টি ক্নাস ভিডিও করেছে বিটিভি। আগামী ২২ মে ভিকারম্নননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী, ২৩ মে একই সময়ে গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের অঙ্ক এবং ২৪ মে একই সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজের রসায়ন বিষয় সম্প্রচার করা হবে।
পরবর্তী প্রচারসূচী বিটিভির ঘোষণা ও স্ক্রলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে মানসম্মত স্কুলের সংখ্যা ও বিষয় সংখ্যা বাড়ানো হবে।
শিৰামন্ত্রী আরও বলেন, এ উদ্যোগের ফলে দেশের মানসম্মত কয়েকটি স্কুলের অভিজ্ঞ শিৰকগণের পাঠদান কৌশল, বিষয় উপস্থাপনা, শিৰক-শিৰার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রেণী ব্যবস্থাপনা ও পরিচালনা থেকে জেলা-উপজেলা ও প্রত্যনত্ম অঞ্চলের শিৰা প্রতিষ্ঠানের শিৰক ও ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। শিৰামন্ত্রী বিটিভি সমপ্রচারিত এসব ক্লাস যাতে সারাদেশের প্রত্যনত্ম অঞ্চলের স্কুলসমূহের ছাত্রছাত্রীরা দেখতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য সকল প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি মনিটরিংয়ের জন্য সকল জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
অনেক স্কুলে টেলিভিশন না থাকায় শিৰার্থীরা এর সুফল কিভাবে পাবে? এমন এক প্রশ্নের জবাবে শিৰামন্ত্রী নূরম্নল ইসলাম নাহিদ বলেন, আমরা আশা করি বিষয়টির সুফল শিৰার্থীরা যাতে পেতে পারে সেজন্য সমাজের শিৰানুরাগী ও বিত্তবানরা এগিয়ে আসবেন। ঢাকা শিৰা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন জানালেন, ঢাকা শিৰা বোর্ডের উদ্যোগে ইতোমধ্যেই কিছু শিৰা প্রতিষ্ঠানে টেলিভিশন দেয়ার উদ্যোগ নিয়েছে। ঢাকা শিৰা বোর্ড অনত্মত ১০ ভাগ স্কুলের জন্য টেলিভিশন নিশ্চিত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন চেয়ারম্যান। নামী স্কুলের পাঠদান কার্যক্রম বিটিভিতে সম্প্রচার করা হবে
স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিটিভির মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী ও ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম প্রচারের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২২ মে থেকেই বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এই পাঠদান কার্যক্রম।
প্রথম পর্যায়ে রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত ঢাকার তিনটি ঐতিহ্যবাহী স্কুল ও কলেজের নবম শ্রেণীর বিষয়ওয়ারী তিনটি ক্লাস ভিডিও করে সম্প্রচার করবে বিটিভি।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছেন শিৰামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে বিটিভিতে সম্প্রচারিত পাঠদান কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে ক্লাসের সময়সূচী নির্দারণের জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে একটি টেলিভিশন দান করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, শিৰা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারম্নক, বিটিভির মহাপিরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, ঢাকা শিৰা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, বিটিভির উপ-মহাপরিচালক (কর্মসূচী) কামরম্নন্নেসা হাসান এবং বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের প্রধান।
শিৰামন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি সপ্তাহের তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যনত্ম ঢাকার তিনিটি ঐতিহ্যবাহী স্কুলের নবম শ্রেণীর বিষয়ওয়ারী তিনটি ক্লাস সম্প্রচার করবে। রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজের রসায়ন, ভিকারম্নননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী এবং গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের জন্য অঙ্ক বিষয় নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যেই ১১টি ক্নাস ভিডিও করেছে বিটিভি। আগামী ২২ মে ভিকারম্নননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ইংরেজী, ২৩ মে একই সময়ে গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের অঙ্ক এবং ২৪ মে একই সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজের রসায়ন বিষয় সম্প্রচার করা হবে। পরবর্তী প্রচারসূচী বিটিভির ঘোষণা ও স্ক্রলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
মন্ত্রী জানান, পর্যায়ক্রমে মানসম্মত স্কুলের সংখ্যা ও বিষয় সংখ্যা বাড়ানো হবে।
শিৰামন্ত্রী আরও বলেন, এ উদ্যোগের ফলে দেশের মানসম্মত কয়েকটি স্কুলের অভিজ্ঞ শিৰকগণের পাঠদান কৌশল, বিষয় উপস্থাপনা, শিৰক-শিৰার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রেণী ব্যবস্থাপনা ও পরিচালনা থেকে জেলা-উপজেলা ও প্রত্যনত্ম অঞ্চলের শিৰা প্রতিষ্ঠানের শিৰক ও ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। শিৰামন্ত্রী বিটিভি সমপ্রচারিত এসব ক্লাস যাতে সারাদেশের প্রত্যনত্ম অঞ্চলের স্কুলসমূহের ছাত্রছাত্রীরা দেখতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য সকল প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি মনিটরিংয়ের জন্য সকল জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। অনেক স্কুলে টেলিভিশন না থাকায় শিৰার্থীরা এর সুফল কিভাবে পাবে? এমন এক প্রশ্নের জবাবে শিৰামন্ত্রী নূরম্নল ইসলাম নাহিদ বলেন, আমরা আশা করি বিষয়টির সুফল শিৰার্থীরা যাতে পেতে পারে সেজন্য সমাজের শিৰানুরাগী ও বিত্তবানরা এগিয়ে আসবেন।
ঢাকা শিৰা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন জানালেন, ঢাকা শিৰা বোর্ডের উদ্যোগে ইতোমধ্যেই কিছু শিৰা প্রতিষ্ঠানে টেলিভিশন দেয়ার উদ্যোগ নিয়েছে। ঢাকা শিৰা বোর্ড অনত্মত ১০ ভাগ স্কুলের জন্য টেলিভিশন নিশ্চিত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন চেয়ারম্যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।