আমার অফিসের একজন সহকর্মী আমাকে একটা লিন্ক দিয়ে বললো দেখেন। আমি আগ্রহ সহকারে দেখা শুরু করলাম। দেখি "নামী-দামী শিল্পী" মিলার একটা গান, তাও আবার বিশ্বকাপ ফুটবল নিয়ে। বিরাট মেধাবী এই শিল্পী তার গানের মিউজিক শুরু করলো কেনানের মিউজিক দিয়ে। যাই হোক এরা যে নকলে ওস্তাত সেটা আমি জানি, তাই অবাক হইনি। বিশ্রী সুর এবং কামুক অঙ্গভঙ্গী দেখেও আমি অবাক হইনি, কেননা আমি জানি এসব শিল্পীর মুল অস্ত্র কোনটা। কিন্তু অবাব হয়েছি তার বাংলা উচ্চারণ দেখে..... সে "সম্মান" কে সম্মান উচ্চারণ না করে "সনমান" উচ্চারণ করছে। হায়রে শিল্পী ! এদের এতটুকু জ্ঞান নেই যে প্রকৃত বাংলা উচ্চারণ কোনটি? কি বলবো ভাই থুথু দেয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না।
আপনারা লিন্কটা দেখুন ভাই.....
http://www.youtube.com/watch?v=R88LPPUVkOA
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।