আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে রেখে এসে

আহসান জামান

তোমাকে রেখে এসে, কিছুতেই আর ঘুমুতে পারছি না; সারাঘরে পায়চারী শব্দে বেজে উঠছে তুমুল বজ্রপাত, দু'চোখে বৃষ্টিপ্লাবন। এভাবে কী, কেউ একেলা হয়! তোমাকে রেখে এসে, এইঘরের আসবাব, গৃস্থলী কেমন অসহ্য আগুন; নিঃশব্দের দাহে, নীলময় বেদনারা নিঃসঙ্গ করে রাখে। চোখ ফিরাতেই তোমার ফিরফিরে হাসির বাতাস এসে বাঁধে বুকে কানময় অসংখ্য উচ্চারিত শব্দের ভিতর তোমার মিহিডাক সেই পুরানো হকারের মতো ডেকে নেয় ভীষণ তোড়পাড়ে; চোখ ফিরাতেই, চোখশূন্যতায় ডোবে। তোমাকে রেখে এসে, তোমার স্বপ্নগুলো উড়ে আসে, আমার দু'চোখে কান্নানদী। তোমাকে রেখে এসে, তোমার স্পর্শগুলো স্পষ্ট হয়ে উঠছে আমার সারাহাতে কিছুতেই আর সরাতে পারছি না, মুছতে পারবো না কোনোদিনও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.