আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোনের ফাইজলামী না কি ভুল ?

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।
আমি GP Unlimited Package P3 Use করি তো ঐদিন আমার P3 Package এর শেষ দিন ছিল আমি ৩০০ টাকা ব্যালেন্সে রেখে রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করলাম যেন আমার টাকাটা কেটে নতুন করে এই মাসের জন্য সার্ভিস একটিভ করে দেয় । তো রাত বারোটার পরও ওরা টাকা কাটে না । আবার লাইন ও অ্যাকটিভ আছে ! আমি রাতে ভয়ে ভয়ে নেট চালালাম আবার না আমার টাকা পুরোটা কেটে নেয় । আমি একটু পর পর লাইন ডিস-কানেক্ট করে আবার কানেক্ট করে দেখি ব্যালেন্স কেটে নেয় কিনা ।

পরে অনেক রাত পর্যন্ত নেট চালালাম আবার ডাউনলোড ও করলাম । কিন্তু ব্যালেন্স কাটলো না । সকালে দেখি তারা আমার একটা মেসেজ দিল । দেখি আমি থ হাসবো না কি কাদবো নাকি আানন্দে লাফাবো বুঝলাম না । আপনারাই বলেন ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.