বাংলার জনগন
পাবনার সাঁথিয়া উপজেলার চিনানারী গ্রামে তিনজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাঁরা হলেন চিনানারী গ্রামের মো. চাঁদ উল্লাহ মিয়া (৪০), মো. মিরাজুল ইসলাম (১৪) ও চিনানারী গ্রামের জামাতা সরওয়ার হোসেন (৩৪)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বামনবাড়ী গ্রামের বাসিন্দা।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকেরা আক্রান্ত এলাকা পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হন।
এলাকাবাসী জানান, ৪ মে গ্রামের মমতাজ বেগমের একটি ছাগল অসুস্থ হয়ে পড়ে।
আক্রান্ত ব্যক্তিরা ছাগলটি জবাই করে মাংস তৈরির কাজ করেন। পরে তাঁদের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ফুসকুড়ি দেখা দেয়।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মনসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ওই এলাকা পরিদর্শন করেছি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় রোগটি অ্যানথ্রাক্স বলে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া হচ্ছে।
তবে রোগটি সংক্রমণের কোনো সম্ভাবনা দেখা যায়নি। ’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘কিছুদিন আগে ওই এলাকার সব পশুকে অ্যানথ্রাক্সের টিকা দিয়েছি। ফলে রোগটি ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। আক্রান্ত ব্যক্তিদের ও এলাকাটিতে নজর রাখা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।