আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় তিনজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

বাংলার জনগন

পাবনার সাঁথিয়া উপজেলার চিনানারী গ্রামে তিনজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাঁরা হলেন চিনানারী গ্রামের মো. চাঁদ উল্লাহ মিয়া (৪০), মো. মিরাজুল ইসলাম (১৪) ও চিনানারী গ্রামের জামাতা সরওয়ার হোসেন (৩৪)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বামনবাড়ী গ্রামের বাসিন্দা। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকেরা আক্রান্ত এলাকা পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হন। এলাকাবাসী জানান, ৪ মে গ্রামের মমতাজ বেগমের একটি ছাগল অসুস্থ হয়ে পড়ে।

আক্রান্ত ব্যক্তিরা ছাগলটি জবাই করে মাংস তৈরির কাজ করেন। পরে তাঁদের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ফুসকুড়ি দেখা দেয়। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মনসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ওই এলাকা পরিদর্শন করেছি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় রোগটি অ্যানথ্রাক্স বলে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া হচ্ছে।

তবে রোগটি সংক্রমণের কোনো সম্ভাবনা দেখা যায়নি। ’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘কিছুদিন আগে ওই এলাকার সব পশুকে অ্যানথ্রাক্সের টিকা দিয়েছি। ফলে রোগটি ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। আক্রান্ত ব্যক্তিদের ও এলাকাটিতে নজর রাখা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.