৬ জুন ঘটে গেল এক দূর্লভ মহাজাগতিক ঘটনা, শতাব্দির সর্বশেষ সূর্যের উপর দিয়ে শুক্র গ্রহের পরিচলন বা “ভেনাস ট্রানজিট”। বিশ্বব্যাপী এ নিয়ে গত কয়েক দিন ধরে চলছিল চরম গুঞ্জন। সব অপেক্ষার ইতি ঘটিয়ে বিশ্বের ছয়শ’ কোটি মানুষ উপভোগ করল চরম এক মূহুর্ত। আমেরিকার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এই দূর্লভ দৃশ্য মানুষের কাছে তুলে ধরতে একের পর এক প্রচারণা চালিয়ে আসছিল। বাংলাদেশেও এ নিয়ে মানুষের আগ্রহের কমতি ছিল না।
দেশের স্বনামধন্য বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্ট এর উদ্যোগে ইয়ুথ সায়েন্স অব বাংলাদেশ এর সহযোগিতায় পাবনা জেলায় “বন্ধুসংঘ” আয়োজন করে ফ্রি ক্যাম্প। ভোর ৬.০০ টা থেকে এই ক্যম্প চলে বেলা ১১.০০ টা পর্যন্ত। বেড়া উপজেলার বেড়া কলেজ মাঠে এই ক্যাম্পে অংশ গ্রহণ করে অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। ভোর থেকেই কৌতূহলী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। প্রায় চার ঘণ্টার এই ক্যাম্পে ভেনাস ট্রানজিট পর্যবেক্ষন ছাড়াও সেমিনার ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বন্ধুসংঘের কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।