আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকুড়িয়া গ্রামের একটি পুকুর থেকে পুলিশ এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে। নিহত যুবক ওয়াসিম আলী নাড্ডা (২১) একই উপজেলার নতুন হাট গ্রামের সানোয়ার হোসেন সানু কসাইয়ের ছেলে। সে বাবার সাথে কসাইয়ের কাজ করতেন বলে এলাবাসী জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস জানান, গত শনিবার থেকে নিহত ওয়াসিম নিখোজ ছিলেন। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জৈনক লিটনের পুকুরে হাত-পা বেধে বালির বস্তা দিয়ে ডুবিয়ে রাখে।

আজ সোমবার সকালে লাশটি পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৯ টার দিকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরো জানান, পূর্ব শত্রুতার ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহত ওয়াসীম আলী নাড্ডু ৯ দিন আগে স্থানীয় নতুনহাট বাজার থেকে নিখোঁজ হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ৫৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.