হরতালে নাশকতার মামলায় পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ তিন বিএনপি-জামায়াতের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টার দিকে পূর্ব শালগাড়িয়ার বাংলা ক্লিনিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও ১৮ দলীয় জোটের জেলা কমিটির সদস্য সচীব অধ্যাপক আবু তালেব মণ্ডল, জেলা ছাত্রশিবিরের সহ-সভাপতি আরিফুল ইসলাম ও পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে পূর্ব শালগাড়িয়ার বাংলা ক্লিনিক এলাকা থেকে জেলা জামায়াতের সেক্রেটারি ও ১৮ দলীয় জোটের জেলা কমিটির সদস্য সচীব আবু তালেব মন্ডল ও জেলা ছাত্রশিবিরের সহ-সভাপতি আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে ঈশ্বরদী থানা পুলিশ রেল গেট এলাকা থেকে পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজনকেই হরতাল ও অবরোধের সময় নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান।
এদিকে, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের নেতাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের দ্রুত মুক্তির দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি কেএস মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।