শুক্রবার নয়া দিল্লিতে মনমোহনের সঙ্গে সাক্ষাত করেন দীপু মনি।
ভারতের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দেশটির সরকারি সূত্র বলেছে, “স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের জন্য এ সংক্রান্ত বিল আমরা পার্লামেন্টে উত্থাপন করতে চাচ্ছি। ”
আগামী ৫ অগাস্ট অনুষ্ঠেয় ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের এ সংক্রান্ত বিল তোলা হতে পারে।
অবশ্য তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তির ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি মনমোহন। এ বিষয়ে নয়া দিল্লি ‘জাতীয় ঐকমত্যে’ পৌঁছাতে চেষ্টা চালাচ্ছে বলে জানান মনমোহন সিং।
তিনি বলেন, পানি সম্পদ নিয়ে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়।
এদিন ভারতের প্রধান বিরোধী দল বিজেপির জ্যেষ্ঠ নেতা অরুন জেটলির সঙ্গেও বৈঠক করেন দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি বাস্তবায়নে অরুন জেটলি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তার দল বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন জেটলি।
দীপু মনি বলেন, সীমান্ত চুক্তির সমস্যাটি দীর্ঘদিনের।
এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারত উভয় দেশের মানুষ উপকৃত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।