শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে। -------হাসান হাফিজ #### খবরে প্রকাশ:
১। সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ উদ্দিন আহমেদ’(৫২) কে হত্যা করলো জামাত শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসিরা। কারন আহমেদ ইমতিয়াজ বুলবুল গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন।
২।
রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ
................................................................................................................
সরকারের ব্যর্থতা:
কিন্তু দেশে কি সরকার বা প্রশাসন নেই। জনগণের জানমালের নিরাপত্তা কে দিবে? একজন একনিষ্ঠ মুসলমান হিসেবে, আমি বিশ্বাস করি - সকল কিছুর নিরাপত্তার মালিক আল্লাহ তায়ালা। কিন্তু এমন কথা বলা নেই, তুমি তোমার ভাইয়ের পেটে ছুড়ি মেরে দাও, আমি বাঁচিয়ে দিব। spiritually আল্লাহ তায়ালা পারেন, কিন্তু in reality –তে তিনি তা করবেন না। তিনি এসকল বিষয় মানুষের বিবেকের কাছে ছেড়ে দিয়েছেন।
আওয়ামী লীগ ও জামায়াতের অরাজকতা সৃষ্টির জন্য এরা নিজেরাই দায়ী থাকবে। তাই এসকল খুন, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ-এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। নাকি এগুলো সরকারের মদদে হচ্ছে? সরকার কি ফায়দা লুটার চেষ্টা করছে?
----------------------------------------------------------------------------------
রাজনৈতিক দলগুলোর অবস্থান :
সত্যি কথা বলতে কি, দেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা ভাবছে না। তারা নিজেদের বুদ্ধিমান ভাবছে।
তারা যে দেশ ও জনগণকে নিয়ে খেলছে, তা সচেতন ব্যক্তি মাত্রই বুঝতে পারে। আওয়ামী লীগ, বিএনপি জামায়াত দাবা খেলছে, নিজেদের পাকা খেলোয়ার ভাবছে, কিন্তু তাদের ভুল চালগুলো পাশে দাঁড়িয়ে জনগণ দেখছে, কেউ কেউ ভুল গুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তা অগ্রাহ্য করছে এবং তাদের উপর খেপে যাচ্ছে।
সেজন্যই সাহিত্যিক আনিসুল হক বলেছেন , এসকল খুন, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ কাকে থামাতে বলবেন?
আওয়ামী লীগ ফায়দা লুটছে মুক্তিযুদ্ধ দিয়ে, জামাআত শিবির ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে, আর বিএন.পি র তো কোন ইথিক্সই নাই, ক্লীব দল। তাই নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে , এমন একটি নেতৃত্ব গড়ে তুলতে হবে , যেখানে থাকবে দেশপ্রেম, যার শ্লোগান হবে, ধর্ম যার যার দেশ সবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।