আমাদের কথা খুঁজে নিন

   

সরকার জণগণের দাবি জলাঞ্জলি দেবেনা- প্রত্যাশা বুলবুলের

বর্তমান বিতর্কিত সরকার যাই করুক জণগণের দাবিকে জলাঞ্জলি দেবেনা, বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটিই প্রত্যাশা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিনি বলেন, 'বর্তমান সরকার কেবল সংবিধানের বৈধতা রক্ষার্থে নির্বাচনের নাটক করে পুনরায় ক্ষমতায় এসেছে। মানুষের কাছে তারা বিতর্কিত। তারপরও ক্ষমতায় যতদিন টিকে থাকবে আশা করি জনগণের দাবিকে জলাঞ্জলি না দিয়ে সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে। '

দলীয় রাজনৈতিক অবস্থা যেমনই হোক, এর মধ্যেই মহানগরীর উন্নয়নে কাজ করছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক বুলবুল।

নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দু-চার মাসের মধ্যেই তিনি বেশ কিছু বড়-বড় প্রকল্প তৈরির কাজ শুরু করেছেন। অতিসত্তর সেগুলো সরকারের সংশি্লষ্ট দপ্তরে পাঠাবেন। এর মধ্যে রয়েছে, নগরীর শহীদ জিয়াউর রহমান পার্ক সম্প্রসারণ, সাইন্স পাক স্থাপর্ন, ওলি-গলি ও ছোট রাস্তার সংষ্করণ, নগর ভবনকে ১০ তলায় উন্নিতকরণ। এছাড়া গত মেয়াদের চলমান কিছু প্রকল্পের কাজ তিনি আগামি বছরেই শেষ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিরোধী দলের নেতা হওয়ায় মেয়র হয়েও মহানগরীর উন্নয়নে বরাদ্দ পেতে বেগ পেতে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'সময়ই সেটা বলে দেবে।

আদৌ তারা ক্ষমতায় কতদিন টিকে থাকতে পারে সেটিও দেখার বিষয়। ' তবে, সরকারী সব দপ্তর স্বচ্ছ ও নিরপেক্ষ থাকলে তার উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা থাকবেনা বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় কর্মসূচী কিছুটা সিথিল হওয়ায় বর্তমানে নগরীর বিভিন্ন উন্নয়নমূল কাছে ব্যস্ত রয়েছেন বুলবুল। গত মাসে রাজশাহীতে পুলিশ সদস্য সদ্ধিার্থ নিহত হওয়ার ঘটনায় মামলা হওয়ায় বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। তবে গত সপ্তাহে জামিন পাওয়ায় বর্তমানে নগর ভবনে ব্যস্ত সময় কাটছে তার।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.